• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ রাত ১১:১৭:৪১ (25-Oct-2025)
  • - ৩৩° সে:

বাগেরহাটে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার পচা দিঘী এলাকা থেকে সুমন্ত বিশ্বাস (৩০) নামে এক রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।১৪ অক্টোবর মঙ্গলবার সকালে স্থানীয়রা দিঘীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে বাগেরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত সুমন্ত বিশ্বাস চিতলমারী উপজেলার বাবুগঞ্জ গ্রামের শতীষ চন্দ্র বিশ্বাসের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ উল হাসান জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান