• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ রাত ১১:১৭:২৭ (25-Oct-2025)
  • - ৩৩° সে:

যমুনায় ইলিশ অভিযানে গিয়ে অস্ত্র খোয়ালেন আনসার সদস্য

চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের চৌহালীতে মা ইলিশ রক্ষায় যমুনা নদীতে অভিযানে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার গানম্যান তাবিউর রহমান রায়হান নামের এক আনসার সদস্যের অস্ত্র নদীতে তলিয়ে গেছে।১৩ অক্টোবর সোমবার সকালে সিরাজগঞ্জে চৌহালী উপজেলার যমুনা নদীর বাউশা এলাকায় অবৈধভাবে মা ইলিশ আহরণকারী জেলেদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের সাথে অভিযানে গেলে ঐ আনসার সদস্যের শর্টগানটি নদীতে পড়ে যায়। তাবিউর রহমান রায়হান উপজেলা নির্বাহী কর্মকর্তার নিরাপত্তা কর্মরত আছেন।অভিযানে নেতৃত্ব থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ‘মা ইলিশ রক্ষায় যমুনা নদীর বিভিন্ন স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করছে উপজেলা মৎস্য দপ্তর ও উপজেলা প্রশাসন। অভিযানের নিয়মিত অংশ হিসেবে সোমবার সকালে উপজেলার উমারপুর ইউনিয়নের বাউশা এলাকায় অভিযানে যাই। এ সময় আমার সাথে আমার গানম্যান আনসার সদস্য তাবিউর রহমান রায়হানও ছিলো।’তিনি আরও বলেন, ‘হঠাৎ স্পিড বোট উল্টে গেলে আমি, তাবিউর রহমান রায়হান, স্পিড বোর্ড চালকসহ আমরা নদীতে পড়ে যাই। পরে পাশের একটি নৌকা এসে আমাদের উদ্ধার করে। আমরা সবাই অক্ষতভাবে ওই নৌকায় উঠতে পারলেও আনসার সদস্য তাবিউরের কাছে থাকা অস্ত্রটি নদীতে তলিয়ে যায়। এ ঘটনায় আমার পায়ে সামান্য আঘাত পেয়েছি। পরে শর্ট গানটি উদ্ধারে টাঙ্গাইল ফায়ার সার্ভিসকে জানালে তারা উদ্ধার অভিযান চালায়।’এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের লিডার রবিউল ইসলাম জানান, ‘খবর পেয়ে আমরা উদ্ধার অভিযান শুরু করি। তবে ঘটনাস্থলে ব্যাপক স্রোত ও গভীর হওয়ায় অভিযানে বিঘ্ন ঘটছে ৷অস্ত্রটি উদ্ধারের জন্য দুইদিন ধরে অভিযান চালাচ্ছি। তবে এখনও সেটি পাওয়া যায়নি।’

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান