• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩২ রাত ০১:১১:২৩ (25-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নভেম্বরেই দেশে ফিরবেন তারেক রহমান, আশা সালাহউদ্দিনের

নিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।২৪ অক্টোবর শুক্রবার বিকালে রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আশা করি নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন।’তারেক রহমানের দেশে ফেরার নির্দিষ্ট তারিখ জানতে চাইলে সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘শিগগিরই নির্ধারিত তারিখটি জানতে পারবেন। আশা করি নভেম্বরের মধ্যেই তিনি ফিরবেন।’জাতীয় নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কোন কোন আসন থেকে নির্বাচন করতে পারেন—এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তো অবশ্যই নির্বাচনে অংশগ্রহণ করবেন, তিনি তো সেটা সাক্ষাতকারে বলেই দিয়েছেন। আসন পরে নির্ধারিত হবে। বাংলাদেশের যেকোনো আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন।’২০০৮ সালের সেপ্টেম্বর থেকে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে নির্বাসিত জীবন যাপন করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।এদিন সাংবাদিকরা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গেও জানতে চান। জবাবে সালাহউদ্দিন আহমেদ বলেন,  ‘আমরা আশা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিজের শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে নিজের সিদ্ধান্ত নেবেন নির্বাচন করবেন কিনা। আমরা তো চাই তিনি নির্বাচনে অংশ নিন।’

৪ ঘন্টা আগে

































সংবাদ ছবি

লালপুরে কৃষকের ১৮০০ গাছের কলার কাঁদি ও লাউ কেটে নষ্ট করলো দুর্বৃত্তরা

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরে লালপুরে রাতের আঁধারে এক কৃষকের বাগানের কলা ও লাউ গাছের গোড়া সমস্ত কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার ৯ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওই কৃষক।২২ অক্টোবর বুধবার দিবাগত রাতে যেকোনো সময় উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নে কাজিপাড়া এলাকার ওই কলা বাগানে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। ওই কৃষকের নাম মো. মাসুদ রানা, তিনি একই গ্রামের মো. সুব্বাস আলীর ছেলে৷২৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ১৮০০টি কলা গাছের কাঁদি মাটিতে পড়ে আছে। পাশে আরেক জমিতে লাউ গাছের গোড়া কাটা ও লাউ কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। যেগুলো আর কয়েকদিন পর বিক্রির উপযুক্ত হতো।ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষেতের শ্রমিক নুরু জানান, ‘আমি দীর্ঘদিন থেকে মাসুদ রানার কলা বাগানের দেখাশোনা ও পরিচর্যার করি। বৃহস্পতিবার সকালে গিয়ে দেখি সমস্ত কলা গাছের কাঁদি কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। শুধু কলাই নয়, পাশে লাউ গাছ ছিল, সেগুলোও দুর্বৃত্তরা কেটে নষ্ট করেছে।’স্থানীয়রা জানান, মাসুদ রানা দীর্ঘদিন কলা ও বিভিন্ন সবজির চাষ করে আসছেন। তার সঙ্গে কারও শত্রুতার কথা তারা শোনেননি। তবে ঘটনা দেখে মনে হচ্ছে এটা শত্রুতামূলক করা হয়েছে। যারা তার এই ক্ষতি করেছেন তারা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ করেছেন। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান।তারা আরও বলেন, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতেই পারে। তাই বলে গাছের সঙ্গে শত্রুতা! যারা এই অন্যায় করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। যাতে করে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করার সাহস না পায়।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

২৪ অক্টোবর ২০২৫ সকাল ১১:০৫:২৪
সংবাদ ছবি

বনানীতে মি. ডিআইওয়াই’র স্টোর উদ্বোধন

মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড মি. ডি আই ওয়াই বাংলাদেশের বাজারে তাদের অষ্টম স্টোর উদ্বোধন করেছে। ২২ অক্টোবর বুধবার রাজধানীর বনানীতে এক উৎসবমুখর পরিবেশে স্টোরটি উদ্বোধন করা হয়।ডি আই ওয়াই -এর কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে স্টোরটির উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেত্রী ও মডেল মেহজাবীন চৌধুরী।এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মিঃ ডি আই ওয়াই’র হেড অব অপারেশনস সাইয়েদ নূর আনোয়ার, ফাইন্যান্স ম্যানেজার মোহাম্মদ নাসিম আহমেদ, ইমপোর্ট ম্যানেজার মো. মাসুদুর রহমান, এইচআর ম্যানেজার মোহাম্মদ শাহিন মোল্লা, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মোহাম্মদ নাজির হোসেন এবং মার্কেটিং ম্যানেজার রাহাত নাবি।মিঃ ডি আই ওয়াই এর কর্মকর্তারা জানান, প্রতিষ্ঠানটি বাংলাদেশের বাজারে ক্রমাগত সম্প্রসারণ এবং উন্নত গ্রাহকসেবা নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। উদ্বোধনী অনুষ্ঠানে তারা পুনরায় উল্লেখ করেন, ব্র্যান্ডটি সবসময় তাদের মূলমন্ত্রে অটল —“Quality, affordable prices, and a wide variety- a reliable one-stop destination for all your needs.”নতুন বনানী স্টোর রয়েছে ১০টি প্রধান ক্যাটাগরির ১০,০০০-এর বেশি পণ্য, যার মধ্যে রয়েছে গৃহস্থালি সামগ্রী, হার্ডওয়্যার, ইলেকট্রনিক্স, অটোমোটিভ এক্সেসরিজ, ফার্নিশিং, স্টেশনারি, খেলাধুলা ও খেলনা সামগ্রী, উপহার, কম্পিউটার ও মোবাইল এক্সেসরিজ এবং গয়না ও কসমেটিক্স।এতে করে পরিবারের প্রতিটি সদস্যের জন্য কিছু না কিছু পাওয়া যাবে ; এক সম্পূর্ণ শপিং অভিজ্ঞতা নিশ্চিত করছে মিঃ ডি আই ওয়াইগ্র্যান্ড ওপেনিং উপলক্ষে ২২ থেকে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত চলবে বিশেষ অফার ও উপহার কার্যক্রম। এক হাজার বা তার বেশি কেনাকাটা করলে ক্রেতারা পাবেন একটি মিঃ ডি আই ওয়াই ছাতা, এবং যে কোন কেনাকাটা তে পাচ্ছেন মিঃ ডি আই ওয়াই এর শপিং ব্যাগপাশাপাশি থাকছে MR.DIY Top Fan Campaign-এ অংশ নিয়ে এক্সক্লুসিভ পুরস্কার জয়ের সুযোগ।

২৩ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:৫৪:২৯
সিটি কর্পোরেশন হচ্ছে সাভার ও কেরানীগঞ্জ পৌরসভা

সিটি কর্পোরেশন হচ্ছে সাভার ও কেরানীগঞ্জ পৌরসভা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার অদূরে সাভার  উপজেলার দুইটি থানা সাভার ও আশুলিয়া মিলিয়ে সাভার সিটি কর্পোরেশন এবং কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা বা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।২১ অক্টোবর মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন।সরকারের এ সিদ্ধান্তের ফলে সাভার পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম বিলুপ্ত হয়ে যাবে। বিভাগীয় কমিশনার কর্তৃক চলতি বছরের সেপ্টেম্বর প্রথমপক্ষের পাক্ষিক গোপনীয় প্রতিবেদনের ভিত্তিতে এ প্রস্তাব বাস্তবায়ন শুরু করে সরকার।সরকারি এ সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা । এরপর মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সংযোগ অধিশাখা থেকে গত ১২ অক্টোবর একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মু.মাহমুদ উল্লাহ মারুফ।প্রধান উপদেষ্টার কাছে উত্থাপিত ওই প্রস্তাবে বলা হয়, অপরিকল্পিতভাবে শিল্পকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র এবং জনসংখ্যার চাপ মিলিয়ে সাভার এক বিশাল নগর এলাকায় পরিণত হয়েছে। সাভার পৌরসভা থাকলেও তা নাগরিক চাহিদার তুলনায় একেবারেই অপ্রতুল। পৌরসভার সীমিত সম্পদ ও জনবল দিয়ে ক্রমবর্ধমান জনসংখ্যার নাগরিক চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। সাভারের আশুলিয়া অঞ্চলে বিপুলসংখ্যক গার্মেন্টস শিল্প, শ্রমিক বসতি এবং আবাসিক এলাকা গড়ে উঠেছে। আশুলিয়া এলাকায় ইউনিয়ন পরিষদের অধীনে পরিকল্পিত নগরায়ণ, বর্জ্য ব্যবস্থাপনা, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্য ও শিক্ষা সুবিধা, নিরাপদ পানি সরবরাহ কিংবা পরিবেশ সংরক্ষণের মতো নাগরিক সেবা নিশ্চিত করার সক্ষমতাও ইউনিয়ন পরিষদের নেই। ফলে সাভার আশুলিয়া এলাকার জনগণকে যানজট, অপর্যাপ্ত স্যানিটেশন ও অবকাঠামোগত সমস্যার কারণে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে।অন্যদিকে ঢাকা শহরের প্রসার ও জনসংখ্যার চাপে কেরানীগঞ্জ উপজেলা অপরিকল্পিতভাবে দ্রুত নগরায়ণের মুখোমুখি হচ্ছে। পৌরসভা বা সিটি করপোরেশনের মতো প্রতিষ্ঠান না থাকায় সড়ক, ড্রেনেজ, পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা কিংবা স্বাস্থ্যসেবার মতো মৌলিক নাগরিক সেবা প্রদান করা যাচ্ছে না। কেরানীগঞ্জে পরিকল্পিতভাবে উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হলে রাজধানীর পাশে একটি আধুনিক ও প্রাণবন্ত উপশহর হিসেবে গড়ে উঠতে পারে।এবিষয়ে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, সরকারের এ সিদ্ধান্ত যুগান্তকারী। এর ফলে উন্নয়ন বঞ্চিত এবং অবহেলিত এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা কিছুটা হলেও দূর হবে এবং প্রাপ্য নাগরিক সুবিধা ও মর্যাদা নিশ্চিত করা যাবে।

২২ অক্টোবর ২০২৫ সকাল ০৮:১৯:৫৮
রাশিয়ায় গোলাবারুদের কারখানায় বিস্ফোরণে নিহত ১২, নিখোঁজ ১০

রাশিয়ায় গোলাবারুদের কারখানায় বিস্ফোরণে নিহত ১২, নিখোঁজ ১০

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার উরাল অঞ্চলের একটি গোলাবারুদের কারখানায় বিস্ফোরণে কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর আলেক্সেই টেক্সলার।তিনি জানান, চেলিয়াবিনস্ক অঞ্চলের কোপেইস্ক জেলায় সংঘটিত এই বিস্ফোরণে অন্তত ১৯ জন আহত হয়েছেন। এই অঞ্চলটি কাজাখস্তান সীমান্তবর্তী।গভর্নর টেক্সলার নির্দিষ্ট করে বলেননি কোন কারখানায় বিস্ফোরণ ঘটেছে, তবে যাচাইকৃত ভিডিওতে দেখা গেছে এলাকার প্লাস্টমাস প্ল্যান্টে আগুনের বলয় ছড়িয়ে পড়তে। এই কারখানায় রুশ সামরিক বাহিনীর জন্য বিস্ফোরক পদার্থ তৈরি ও পুনঃপ্রক্রিয়াজাত করা হয়।কর্তৃপক্ষ এখনো বিস্ফোরণের কারণ জানায়নি, তবে টেক্সলার জোর দিয়ে বলেছেন—“এটি কোনো ড্রোন হামলা ছিল না।”২২ অক্টোবর বুধবার রাতে আগুনের খবর প্রথম পাওয়া যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও বৃহস্পতিবার সকাল পর্যন্ত উদ্ধার তৎপরতা চলছিল বলে জানান গভর্নর।তিনি আরও বলেন, কারখানার অন্তত ১০ জন কর্মীর খোঁজ এখনো মেলেনি।শুক্রবার অঞ্চলজুড়ে শোক দিবস ঘোষণা করা হয়েছে এবং বিস্ফোরণের ঘটনায় ফৌজদারি তদন্ত শুরু হয়েছে।বিবিসি ভেরিফাই জানিয়েছে, তারা বিস্ফোরণের দুটি ভিডিও শনাক্ত করেছে, একটি সিসিটিভি ফুটেজ যা ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ধারণ করা, অন্যটি পাশের রাস্তায় গাড়ি থেকে তোলা ভিডিও, যেখানে বিশাল আগুনের বলয় দেখা যায়। সূত্র: বিবিসি।

২৪ অক্টোবর ২০২৫ সকাল ০৯:১১:০৭
সংবাদ ছবি
জামিন চাইতে আদালতে হাজির হলেন পরীমনি
২৭ জানুয়ারী ২০২৫ সকাল ১০:৩৩:৩২

সংবাদ ছবি
মারা গেছেন চিত্র নায়িকা অঞ্জনা
৪ জানুয়ারী ২০২৫ সকাল ০৮:০৯:৪১

সংবাদ ছবি
নতুন লুকে বিদ্যা সিনহা মিম
২৪ নভেম্বর ২০২৪ দুপুর ১২:১০:২১

সংবাদ ছবি
পরীমণির প্রথম স্বামী সড়ক দুর্ঘটনায় নিহত
২৩ নভেম্বর ২০২৪ সকাল ১১:৩২:১১

সংবাদ ছবি
দুবাইয়ে মেগাস্টার ফ্যান ক্লাবের পক্ষ থেকে শাকিব খানের জন্মদিন পালন

বিশেষ প্রতিনিধি: ২৮ মার্চ ছিলো শাকিব খানের ৪৪তম জন্মদিন। এই দিনটি উদযাপনের জন্য তার ভক্ত, বন্ধু, সহশিল্পী এবং শুভাকাঙ্ক্ষীরা অভিনেতাকে তার জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন। মেগাস্টার ফ্যান ক্লাবের পক্ষ থেকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে একটি বিশেষ জন্মদিন উদযাপনের পার্টির আয়োজন করা হয়েছে।শাকিব খান ১৯৭৯ সালের ২৮ মার্চ জন্মগ্রহণ করেন। ১৯৯৮ সালে শাকিব খান তার নৃত্যশিল্পী আজিজ রেজার সাথে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) যান, যেখানে তিনি একজন আলোকচিত্রীর সাথে দেখা করেন, যিনি তাকে একটি ফটোশুটে অংশ নিতে বলেন।এরপর ১৯৯৯ সালে সোহানুর রহমান সোহানের ‘অনন্ত ভালোবাসা’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে অভিষেক ঘটে। এরপর খুব অল্প সময়ের মধ্যেই তিনি নিজেকে দেশের অন্যতম সফল চলচ্চিত্র অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেন।শাকিব খান  “আমার স্বপ্ন তুমি”, “চাচু”, “কোটি টাকার কাবিন”, “দাদিমা”, “বিয়ে বাড়ি”, “এক টাকার বউ”, “মনে প্রাণে তোমার”,  “ভালোবাসার লাল গোলাপ”, “টাইগার নাম্বার ওয়ান”, “নম্বর ওয়ান”, “খান নম্বর ওয়ান”, “মানসিক”, “শিকারি”, “বসগিরি”, “প্রিয়তোমা”সহ বেশ কয়েকটি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন।  ।শাকিব খান একজন প্রযোজকও। তার প্রযোজিত প্রথম সিনেমা ‘হিরো: দ্য সুপারস্টার’।  এরপর বেশ কয়েকটি চলচ্চিত্র তিনি প্রযোজনা করেছেন।শাকিব বেশ কয়েকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন।

৩০ মার্চ ২০২৫ রাত ১১:২৬:৩১

সংবাদ ছবি
দুর্ঘটনার কবল থেকে বাঁচলেন পূজা চেরি
২২ নভেম্বর ২০২৪ সকাল ১১:০৭:৪০


সংবাদ ছবি
অভিনেতা মাসুদ আলী খান আর নেই
৩১ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৬:৪৬:১১

সংবাদ ছবি
বলিউড অভিনেতা মনোজ কুমার আর নেই

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা মনোজ কুমার মারা গেছেন। ৪ এপ্রিল শুক্রবার সকালে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর।চিকিৎকরা জানিয়েছেন, তার মৃত্যুর কারণ ছিল হৃদরোগজনিত জটিলতা। এ ছাড়া দ্বিতীয় কারণ ছিল ডিকম্পেনসেটেড লিভার সিরোসিস।জানা যায়, ১৯৩৭ সালে ব্রিটিশ ভারতের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের (বর্তমান খাইবার পাখতুনখোয়া, পাকিস্তান) অ্যাবটাবাদ শহরে জন্মগ্রহণ করেন মনোজ কুমার। তার আসল নাম ছিল হরিকৃষ্ণ গোস্বামী। মনোজ কুমার ১৯৫৭ সালে বলিউডে পা রাখেন ফ্যাশন শো’র মাধ্যমে। এরপর ১৯৬১ সালে ‘কাঁচ কি গুড়িয়া’,‘পুরব অউর পশ্চিম’ এবং ‘ক্রান্তি’ চলচ্চিত্রে অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেন।

৪ এপ্রিল ২০২৫ দুপুর ১২:২৩:৫৪

সংবাদ ছবি
আলোকচিত্রীদের দেখে রেগে গেলেন সারা
১ এপ্রিল ২০২৪ দুপুর ১২:০৫:৫৯

সংবাদ ছবি
চলে গেলেন কিংবদন্তি গায়ক পঙ্কজ উদাস
২৬ ফেব্রুয়ারি ২০২৪ রাত ০৮:০৮:৫৮

সংবাদ ছবি
পুলিশে নিয়োগ পরীক্ষায় সানি লিওনের ছবি!
১৮ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:১১:৪১



সংবাদ ছবি
৯৬তম অস্কার জিতল ‘ওপেনহাইমার’
১১ মার্চ ২০২৪ সকাল ১০:১১:৪৫

সংবাদ ছবি
হলিউডে অভিষেক হচ্ছে ওবামাকন্যা মালিয়ার
২২ ফেব্রুয়ারি ২০২৪ বিকাল ০৫:৪৭:৩২

সংবাদ ছবি
আন্তর্জাতিক এমি পুরস্কার পেলেন যারা

নিজস্ব প্রতিবেদক: নিউ ইয়র্কে বসেছিল ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসের এবারের আসর। সেখানে বিশ্বের সেরা টিভি শোগুলিকে সম্মানিত করা হয়েছে। যার মধ্যে ২১টি দেশ থেকে প্রতিযোগীদের মনোনীত করা হয়েছিল।এবার এমি জিতে চমক দেখিয়েছে ‌‘ড্রপস অফ গড’। এটি সেরা ড্রামা সিরিজ হিসেবে জিতেছে। টিমোথি স্পল সেরা অভিনেতা হিসেবে জিতেছেন এমি। সেরা অভিনেত্রী হিসেবে জয়ী হয়েছেন আওকবাব-চুটিমন চুয়েংচারোএনসুকিং। ‘ডিভিশন প্যালার্মো’ সেরা কমেডি সিরিজ হিসেবে জিতেছে। ‘লিবেস কিন্দ’ জিতেছে সেরা মিনিসিরিজের স্বীকৃতি।‘ড্রপস অফ গড’ একটি ফ্রেঞ্চ-আমেরিকান-জাপানী মাঙ্গা অভিযোজন। অ্যাপল টিভি+ তে আশির দশকের গল্পে অস্ট্রেলিয়ান সিরিজ ‘দ্য নিউজরিডার’, আর্জেন্টিনার আমাজন প্রাইম ভিডিওর গুপ্তচর থ্রিলার ‘ইওসি’, ‘দ্য রিগ্রেটফুল স্পাই’ এবং ভারতের ডিজনি+/হটস্টারের সিরিজ ‘দ্য নাইট ম্যানেজার’-কে পরাজিত করে ‘ড্রপস অব গড’ পুরস্কার জিতে নিয়েছে।ব্রিটিশ অভিনেতা টিমোথি স্পল সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জিতেছে ‘দ্য সিক্সথ কম্যান্ডমেন্ট’ সিরিজে অভিনয়ের জন্য। তিনি ব্রাজিলের অভিনেতা জুলিও আন্দ্রাদে, ফ্রান্সের লরেন্ট লাফিট এবং তুরস্কের হালুক বিলগিনারের সঙ্গে প্রতিযোগিতা করেছিলেন।আওকবাব-চুটিমন চুয়েংচারোএনসুকিং সেরা অভিনেত্রী হয়েছেন ‘হাঙ্গার’ সিরিজে অভিনয় করে। তার সঙ্গে মনোনীত অন্য প্রতিযোগীরা ছিলেন যুক্তরাজ্যের জেসিকা হাইনস, ফ্রান্সের সারা গিরাউদো এবং মেক্সিকোর আদ্রিয়ানা বারাজা।সেরা কমেডি ক্যাটেগরিতে আর্জেন্টিনার ‘ডিভিশন প্যালার্মো’ পুরস্কৃত হয়েছে। এই কমেডি সিরিজটি একদল লোকের গল্প, যারা সামাজিক সংখ্যালঘুদের থেকে একত্রিত হয়ে একটি পাড়া রক্ষা গার্ড গঠন করে। ‘ডিভিশন প্যালার্মো’ অস্ট্রেলিয়ার ‘ডেডলক’, দক্ষিণ কোরিয়ার ‘ডেইলি ডোজ অফ সানশাইন’ এবং ফ্রান্সের ‘এইচপিআই’ সিরিজকে পরাজিত করে জয় লাভ করেছে।ভারতীয় কমেডিয়ান এবং অভিনেতা বির দাস ২০২৩ সালে নেটফ্লিক্স স্পেশাল ল্যান্ডিং এর জন্য আন্তর্জাতিক এমি পুরস্কার জিতেছিলেন। এ বছর এই পুরস্কারের অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন তিনি।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা ওমর সাই, প্রযোজক মাইকেল প্রেসম্যান এবং অভিনেত্রী জেন সিমুর। সাই ফরাসি টিভি প্রতিষ্ঠান গোমন্তের সিইও সিডনি ডুমাসকে ইন্টারন্যাশনাল এমি ডিরেক্টোরেট অ্যাওয়ার্ড প্রদান করেন, এবং প্রখ্যাত হলিউড শো-রানার ডেভিড ই. কেলি তার ইন্টারন্যাশনাল এমি ফাউন্ডার্স অ্যাওয়ার্ড প্রেসম্যানের হাত থেকে গ্রহণ করেন।২০২৪ সালের ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ডসের পুরস্কৃত তালিকা:সেরা ড্রামা সিরিজবিজয়ী : ড্রপস অফ গড (ফ্রান্স)দ্য নিউজরিডার – সিজন ২ (অস্ট্রেলিয়া)দ্য নাইট ম্যানেজার (ভারত)ইওসি, দ্য রিগ্রেটফুল স্পাই – সিজন ২ (আর্জেন্টিনা)সেরা কমেডিবিজয়ী : ডিভিশন প্যালার্মো (আর্জেন্টিনা)ডেইলি ডোজ অফ সানশাইন (দক্ষিণ কোরিয়া)ডেডলক (অস্ট্রেলিয়া)এইচপিআই – সিজন ৩ (ফ্রান্স)সেরা মিনিসিরিজবিজয়ী : লিবেস কিন্দ [ডিয়ার চাইল্ড] (জার্মানি)অ্যান্ডারসন স্পাইডার সিলভা (ব্রাজিল)ডেফ ভয়েস (জাপান)দ্য সিক্সথ কম্যান্ডমেন্ট (যুক্তরাজ্য)সেরা অভিনেতাবিজয়ী : টিমোথি স্পল ইন দ্য সিক্সথ কম্যান্ডমেন্ট (যুক্তরাজ্য)জুলিও আন্দ্রাদে ইন লিভিং অন এ রেজরের এজ (ব্রাজিল)হালুক বিলগিনার ইন সাহসিয়েত (তুরস্ক)লরেন্ট লাফিট ইন টাপি (ফ্রান্স)সেরা অভিনেত্রীবিজয়ী : আওকবাব-চুটিমন চুয়েংচারোএনসুকিং ইন হাঙ্গার (থাইল্যান্ড)আদ্রিয়ানা বারাজা ইন এল উলটিমো ভাগন (মেক্সিকো)সারা গিরাউদো ইন টুট ভা বিয়েন (ফ্রান্স)জেসিকা হাইনস ইন থের শি গোজ (যুক্তরাজ্য)ডকুমেন্টারিবিজয়ী : অটো ব্যাক্সটার: নট আ ফ** হরর স্টোরি (যুক্তরাজ্য)দ্য বিলিয়নেয়ার, দ্য বাটলার অ্যান্ড দ্য বয়ফ্রেন্ড (ফ্রান্স)দ্য এক্সাইলস (সিঙ্গাপুর)ট্রানসো (ব্রাজিল)স্পোর্টস ডকুমেন্টারিবিজয়ী : ব্রাউন: দ্য ইমপসিবল ফর্মুলা ১ স্টোরি (যুক্তরাজ্য)টান সারকাস দে লা নুবেস (মেক্সিকো)ট্যুর দে ফ্রান্স (ফ্রান্স)হু আই অ্যাম প্যারালিম্পিক (জাপান)নন-স্ক্রিপ্টেড এন্টারটেইনমেন্টবিজয়ী : দ্য রেস্টুরেন্ট দ্যাট মেকস মিস্টেকস (বেলজিয়াম)দ্য সামিট (অস্ট্রেলিয়া)দ্য ব্রিজ সাউথ আফ্রিকা (দক্ষিণ আফ্রিকা)এনিথিং গোয়েজ (মেক্সিকো)কিডস : অ্যানিমেশনবিজয়ী : ট্যাবি মকট্যাট (যুক্তরাজ্য)ওয়েক আপ, কার্লো! (ব্রাজিল)মিস্ট্রি লেন (ফ্রান্স)শার্কডগ – সিজন ৩ (সিঙ্গাপুর)কিডস : ফ্যাক্টুয়ালবিজয়ী : দ্য সিক্রেট লাইফ অফ ইউর মাইন্ড (মেক্সিকো)মাই লাইফ: ইভা’স হ্যাভিং আ বল (যুক্তরাজ্য)দ্য তাকালানি সেসামি বিগ ফিলিংস স্পেশাল (দক্ষিণ আফ্রিকা)লিভিং লাইব্রেরি (নেদারল্যান্ডস)

২৬ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:২৭:৩১
মা হারালেন মেহের আফরোজ শাওন

বিনোদন ডেস্ক: অভিনেত্রী, নির্মাতা ও গায়িকা মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।২৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই দুঃসংবাদটি জানিয়েছেন শাওন নিজেই।শাওন লেখেন, ‘নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাবো। ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার মা বেগম তাহুরা আলী পরলোকগমন করেছেন। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের সবাইকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।’শাওন লেখেন, ‘নিশ্চয়ই আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আমরা তার কাছেই ফিরে যাবো। ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, আমার মা বেগম তাহুরা আলী পরলোকগমন করেছেন। মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, জান্নাতুল ফেরদৌস দান করেন এবং আমাদের সবাইকে এই শোক সইবার শক্তি ও ধৈর্য দান করেন।’শাওন তার পোস্টে অনুরোধ জানিয়েছেন, সবাই যেন তার মায়ের রুহের মাগফিরাতের জন্য দোয়া করেন।

২৩ অক্টোবর ২০২৫ দুপুর ০২:১০:১৬
সংবাদ ছবি

৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্ণামেন্ট ২০২৫” উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : তিন দিন ব্যাপী ‘৮ম ড্যাফোডিল ক্যাপ্টেন কাপ গলফ টুর্নামেন্ট  ২০২৫’ কুর্মিটোলা গলফ কোর্সে উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে।কমান্ড্যান্ট, ন্যাসাল পিফেন্স কলেজ ও কুর্মটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক এবং ড্যাফোডিল ফ্যামিলি’র চেয়ারম্যান ড. মো. সবুর খান আজ (২৪ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে এই টুর্ণামেন্টের উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে টুর্ণামেন্টে অংশগ্রহণকারী সদস্যগণ ছাড়াও কুর্মিটোলা গলফ ক্লাবের সদস্যবৃন্দ, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এম অঅর কবির, উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল, ড্যাফোডিল ফ্যামিলি’র প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. মো. নাদির বিন আলী, প্রকল্প পরিচালক (উন্নয়ন) মেজর মো. আরমান আলী ভ‚ইয়া (অবঃ), এবং উভয় সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সংশ্লি¬ষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।উক্ত টর্নামেন্টেকুর্মিটোলা গলফ ক্লাবের দেশী/বিদেশী সদস্যগনসহ দেশের সকল গলফ ক্রাবের প্রায় ৬৫০ জন গলফার অংশগ্রহণ করেন।  বাংলাদেশ সেনাবাহীনী প্রধান এবং কুর্মটোলা গলফক্লাবের প্রেসিডেন্ট জেনারেল ওয়াকার-উজ –জামান এসবিপি, ওএসপি, পিএসসি সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে  উপষ্থিত থেকে কুর্মিটোলা গলফ ক্লাবে  উক্ত টূর্নামেন্টের বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন্।

২৪ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:৪২:৪৯
সংবাদ ছবি
জবি সাইকোলজি রিসার্চ ক্লাবের সভাপতি মাহিম, সম্পাদক ফয়সাল

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মানসিক স্বাস্থ্যের উপর বাস্তব জ্ঞান ও গবেষণার দৃঢ় চর্চা করার উদ্দেশ্যেই ২০২৩ সালের ১২ মার্চ থেকে জবি সাইকোলজি রিসার্চ ক্লাবের যাত্রা শুরু হয়।গত ২ সেপ্টেম্বর সোমবার ক্লাবের দ্বিতীয় নির্বাহী কমিটি ঘোষণা কর হয়, যেখানে সভাপতির দায়িত্ব নেন আবদুল্লাহ আল মাহিম এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন মো. ফয়সাল আহমেদ।এছাড়াও সহ-সভাপতি সাদিয়া হোসেন, কোষাধ্যক্ষ মাইনুদ্দিন আহমেদ সাগর, দপ্তর ও প্রচারে যথাক্রমে মুক্তা বর্মন ও ফজলে আজিম মিয়াদসহ অনুষ্ঠান পরিচালকের দায়িত্ব নেন মেহেদী হাসান রাব্বি।কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পান জামিউল আলম, সাব্বির হোসেন ফাহিম, হাসনাহেনা জেরিন এবং নুজাত তাবাসসুম।একাডেমিক পারদর্শিতা, সমন্বয় ও গবেষণায় শিক্ষার্থীদের আগ্রহী করে তাদেরকে জ্ঞানকে বাস্তবে প্রয়োগের মাধ্যমে শক্তিশালী করাই এই কমিটির গুরুদায়িত্ব বলে জানান নবগঠিত কমিটির দায়িত্ব প্রাপ্তরা।

৪ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ০১:০৫:১৬
সংবাদ ছবি
ডা. অপূর্বর নতুন বই ‘মন ও মস্তিষ্ক’
১১ ফেব্রুয়ারি ২০২৪ সন্ধ্যা ০৬:৫২:২০

সংবাদ ছবি
আজ থেকে শুরু হচ্ছে সাঁইজির ১৩৫ তম তিরোধান দিবস

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি : আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট লালন ফকিরের ১৩৫তম তিরোধান দিবস। এবছরই প্রথম এই আয়োজন হবে রাষ্ট্রীয়ভাবে। এ উপলক্ষ্যে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউরিয়ায় আখড়া বাড়িতে তিন দিনব্যাপী আলোচনা সভা ও লালন মেলার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন সাংস্কৃতিক মন্ত্রণালয়।উৎসবকে ঘিরে লালন শাহের আখড়াবাড়ীতে সাধু, গুরু আর ভক্তদের পদচারণায় মুখোরিত পুরো এলাকা।১৭ অক্টোবর শুক্রবার বিকেলে কুষ্টিয়ার কুমারখালীর ছেঁউড়িয়ায় রাষ্ট্রীয়ভাবে এ আয়োজনের শুভ উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। উদ্বোধনী দিনে প্রয়াত সংগীত শিল্পী ফরিদা পারভিনের স্মরণে একটি তথ্য চিত্র প্রদর্শন এবং প্রতিদিন আলোচনা সভা শেষে গভীর রাত অবধি চলবে লালন সংগীতের আসর। এবার একটু আগেভাগেই লালন আখড়াবাড়িতে জড়ো হয়েছেন সাধু ভক্ত-অনুসারীরা। অনুষ্ঠানমালা চলবে আগামী রবিবার গভীর রাত পর্যন্ত।এদিকে তিরোধান দিবসকে কেন্দ্র করে সপ্তাহখানেক আগে থেকেই দূর-দূরান্ত থেকে হাজারো লালন ভক্ত-অনুসারীরা ছেঁউড়িয়ায় আসতে শুরু করেছেন। মরা কালী গঙ্গা পাড়ের মাঠে বসেছে মেলা। লালন আখড়াবাড়ি যেন হাজারো ভক্ত-অনুসারীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে।সরেজমিন ঘুরে দেখা যায়, ১৩৫ তম লালন তিরোধান দিবসে মরা কালী গঙ্গার তীরের বিশাল মাঠে (পশ্চিমে) শতাধিক বাউল ভক্ত-অনুসারীরা অস্থায়ী তাবু গেড়ে আস্তানা তৈরি করেছেন থাকার জন্য। আর এসব পৃথক পৃথক আস্তানার মধ্যে অবস্থান নেওয়া বাউল অনুসারীরা একতারা-দোতারা সহ নানা বাদ্যের তালে গেছে চলেছেন লালন শাহ্ রচিত বাউল গান। আর মাঠের দক্ষিণে তৈরি করা হয়েছে বিশাল মঞ্চ এবং উত্তরে বসেছে নানা পণ্য সামগ্রীর দোকান।এ ছাড়াও লালন শাহের সমাধির পাশের উন্মুক্ত সেডের নীচেও বসেছেন দূর-দূরান্ত থেকে আসা ভক্ত-অনুসারীরা। এখানেও তারা লালনের অমর বাণী গেয়ে চলেছেন আপন মনে।সাখাওয়াত নামে এক সাধু বলেন, “সরকারের এমন উদ্যোগ অনেক আগেই নেওয়া উচিত ছিল। অনেক দেরীতে হলেও এত বড় আয়োজনের মধ্য দিয়ে লালণের বানী দেশবাসীর কাছে তুলে ধরা এবং লালনকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ায় আমরা সকলেই আনন্দিত।”দর্শনাথী জেরিন বলেন, “প্রতিবছরই আমি এখানে আসি। এবারে রাষ্ট্রীয়ভাবে পালনের উদ্যোগ নেওয়ায় দর্শনার্থীরা আগেই আশা শুরু করেছে। প্রতিবছরের তুলনায় আরো বেশি মানুষের সমাগম হবে এবার।”স্থানীয় লালন অনুসারী ফারুক সাধু জানান, এখানে আসি মুলত, নিরিবিলি মনোরম পরিবেশে শাঁইজীর মর্মবাণী চর্চা সহ ভক্তদের উজ্জীবিত করা ও পরস্পর ভাব বিনিময়ের জন্য।শাহীন সাধু জানান, সাঁইজীর অনুষ্ঠান চলাকালীন প্রতিদিনই এখানে অবস্থান করবো। এখানে হিংসা-অহংকার নেই, জাত-পাত নেই। বড়-ছোট নেই। সেই দীক্ষা নিই আর সাধু-গুরুদের গান পরিবেশন ও ভাব বিনিময় দেখি। খুব ভালো লাগে।কুষ্টিয়ার জেলা প্রশাসক ও লালন একাডেমীর সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন জানান, লালন শাহের ১৩৫তম স্মরণোৎসব উদযাপনে তিন দিনের আয়োজনকে ঘিরে লালন একাডেমি, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সকল প্রস্তুুতি নেওয়া হয়েছে।

১৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:০৩:২৩
শরীরে সজীবতা এনে দেওয়া চা

লাইফস্টাইল ডেস্ক: চা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পানীয়গুলোর একটি। এটা যেমন আমাদের ক্লান্তি দূর করে, তেমনি স্বাস্থ্যের জন্যও উপকারী।সকালে বা কাজের ফাঁকে এক কাপ চা শরীরকে চাঙা করে তোলে। চায়ের প্রাকৃতিক উপাদান আমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। আসুন সহজ ভাষায় চায়ের কয়েকটি স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানি।চায়ের উল্লেযোগ্য পরিমাণে ক্যাফেইন ও থিয়ানাইন নামে দুটি উপাদান রয়েছে। এগুলো মস্তিষ্ককে উদ্দীপিত করে এবং মনোযোগের ক্ষমতা বাড়ায়। এগুলো কাজের সময় ক্লান্তি দূর করতে সাহায্য করে।চায়ের ট্যানিন নামে এক ধরনের উপদান আছে, এটা হজম প্রক্রিয়াকে উন্নত করে। খাবার খাওয়ার পর এক কাপ চা হজমে সহায়ক হতে পারে, বিশেষত গ্রিন টি ও আদা চা।চায়ে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট আছে। এগুলো ব্লাড প্রেসার ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে, রক্তের ধমনিগুলোকে সুস্থ রাখে, ফলে হৃদরোগের ঝুঁকি কমায়।যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব রিডিং-এর পুষ্টি ও খাদ্য বিজ্ঞান বিভাগের গবেষক ড. নিকোলাস ডি. টাউনসেন্ড বলেন, চা পানে হৃদরোগের ঝুঁকি কমে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।  পলিফেনল ও অ্যান্টি-অক্সিডেন্ট নামে দুটি উপদান আছে চায়ে। এ উপাদান দুটি দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটি শরীরকে ভাইরাস এবং ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে।গ্রিন টি বা ওলং চা মেটাবলিজম বাড়ায়। এগুলো শরীরের অতিরিক্ত চর্বি পোড়াতে সাহায্য করে। অর্থাৎ চা স্বাস্থ্যকর উপায়ে ওজন কমাতে সাহায্য করে।চা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। বিশেষ করে ব্ল্যাক টি ও গ্রিন টি ডায়াবেটিসের ঝুঁকি কমাতে কার্যকর।চায়ের অ্যান্টি-অক্সিডেন্ট ত্বকের কোষগুলিকে সজীব রাখে, ত্বককে উজ্জ্বল করে এবং বার্ধক্যের ছাপ কমায়।চায়ের নামে এক ধরনের উপাদান থাকে। থিয়ানাইন মস্তিষ্ককে শিথিল করে এবং স্ট্রেস কমায়। এটি মানসিক চাপ দূর করতে এবং বিষণ্ণতা কমাতে সাহায্য করে।চায়ে থাকা পর্যাপ্ত পরিমাণে ফ্লুরাইড এবং হাড়ের জন্য অন্যান্য উপাদান আছে। সেগুলো হাড়কে শক্তিশালী করে এবং অস্টিওপোরোসিসের ঝুঁকি কমায়। বিশেষ করে বয়স্কদের জন্য উপকারী। ফ্লুরাইড দাঁতের সুরক্ষা নিশ্চিত করে।আগেই বলেছি চায়ে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট আছে। শরীরের কোষগুলো ক্ষতি কমিয়ে দেয় এই অ্যান্টি-অক্সিডেন্ট। ফলে ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। বিশেষ করে গ্রিন টি এবং হোয়াইট টি এ ক্ষেত্রে বেশি কার্যকর।এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথের গবেষক ড. মেগান আর. স্টাবল বলেন, চায়ের পলিফেনলস এবং ফ্ল্যাভোনয়েডস উপাদানগুলো ফ্রি র‌্যাডিক্যালস তৈরিতে বাধা দেয় এবং কোষের কোষের ক্ষয় ও অস্বাভাবিক বৃদ্ধি রুখে দেয়। ফলে চা ক্যান্সার প্রতিরোধে সহায়ক হয়ে ওঠে।  সতর্কতাদিনে ২-৩ কাপের বেশি চা পান করবেন না।  চায়ে অতিরিক্ত চিনির ব্যবহার এড়িয়ে চলুন।  গ্রিন টি, আদা চা, বা লেবু চা বেশি স্বাস্থ্যকর বিকল্প হতে পারে।  খালি পেটে চা না পান করার চেষ্টা করুন, এটা অ্যাসিডিটি বাড়াতে পারে।চা শুধু আমাদের পানীয় নয়, এটি স্বাস্থ্যের জন্য এক আশীর্বাদ। সঠিক সময়ে এবং সঠিক পরিমাণে চা পান করলে এটি শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই, পরিমিত চা পান করুন এবং এর অসাধারণ উপকারিতা উপভোগ করুন!

২৩ অক্টোবর ২০২৫ দুপুর ০২:৪৭:৪৯
লালপুরে কৃষকের ১৮০০ গাছের কলার কাঁদি ও লাউ কেটে নষ্ট করলো দুর্বৃত্তরা

লালপুরে কৃষকের ১৮০০ গাছের কলার কাঁদি ও লাউ কেটে নষ্ট করলো দুর্বৃত্তরা

লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরে লালপুরে রাতের আঁধারে এক কৃষকের বাগানের কলা ও লাউ গাছের গোড়া সমস্ত কেটে সাবাড় করে দিয়েছে দুর্বৃত্তরা। এতে তার ৯ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওই কৃষক।২২ অক্টোবর বুধবার দিবাগত রাতে যেকোনো সময় উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নে কাজিপাড়া এলাকার ওই কলা বাগানে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। ওই কৃষকের নাম মো. মাসুদ রানা, তিনি একই গ্রামের মো. সুব্বাস আলীর ছেলে৷২৩ অক্টোবর বৃহস্পতিবার সকালে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ১৮০০টি কলা গাছের কাঁদি মাটিতে পড়ে আছে। পাশে আরেক জমিতে লাউ গাছের গোড়া কাটা ও লাউ কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। যেগুলো আর কয়েকদিন পর বিক্রির উপযুক্ত হতো।ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষেতের শ্রমিক নুরু জানান, ‘আমি দীর্ঘদিন থেকে মাসুদ রানার কলা বাগানের দেখাশোনা ও পরিচর্যার করি। বৃহস্পতিবার সকালে গিয়ে দেখি সমস্ত কলা গাছের কাঁদি কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। শুধু কলাই নয়, পাশে লাউ গাছ ছিল, সেগুলোও দুর্বৃত্তরা কেটে নষ্ট করেছে।’স্থানীয়রা জানান, মাসুদ রানা দীর্ঘদিন কলা ও বিভিন্ন সবজির চাষ করে আসছেন। তার সঙ্গে কারও শত্রুতার কথা তারা শোনেননি। তবে ঘটনা দেখে মনে হচ্ছে এটা শত্রুতামূলক করা হয়েছে। যারা তার এই ক্ষতি করেছেন তারা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ করেছেন। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান।তারা আরও বলেন, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতেই পারে। তাই বলে গাছের সঙ্গে শত্রুতা! যারা এই অন্যায় করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। যাতে করে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করার সাহস না পায়।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

২৪ অক্টোবর ২০২৫ সকাল ১১:০৫:২৪
আবহাওয়ার ১২০ ঘণ্টার পূর্বাভাসে যা রয়েছে
২৩ অক্টোবর ২০২৫ রাত ০৮:৩৭:২০

টানা বৃষ্টির আভাস
২২ অক্টোবর ২০২৫ দুপুর ০১:৩৯:৪১

সংবাদ ছবি
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘আঁখি’
২০ অক্টোবর ২০২৫ বিকাল ০৪:৫৫:০৭

সংবাদ ছবি
৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
১৮ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:২০:৩১

সংবাদ ছবি
বঙ্গোপসাগরে ফের লঘুচাপের আভাস
১৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:১৫:০২