• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা পৌষ ১৪৩২ বিকাল ০৩:০৩:১৯ (16-Dec-2025)
  • - ৩৩° সে:

বাসাইলে অবৈধভাবে বালু ও মাটি কাটা বন্ধে মাইকিং

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইলে অবৈধভাবে বালু বা মাটি কাটা বন্ধে মাইকিং করেছেন উপজেলা ভূমি অফিস।১৪ ডিসেম্বর রোববার সকালে উপজেলার সকল ইউনিয়নে মাইকিং করেছেন উপজেলা ভূমি অফিস।ভূমি অফিস কর্তৃক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারা অনুযায়ী ব্যক্তি মালিকানাধীন জমির বালু বা মাটি উত্তোলন করা যাবে না এবং ৪ ধারা অনুযায়ী সরকারি মালিকানাধীন উন্মুক্ত স্থান, চা বাগানের ছড়া বা নদীর তলদেশ হতে অনুমতি ছাড়া বালু বা মাটি উত্তোলন করা যাবে না। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এই আইন অমান্য করলে বা সহায়তা করলে তাহলে অনূর্ধ্ব ২ বৎসর কারাদণ্ড বা সর্বনিম্ন ৫০ হাজার টাকা হতে ১০ লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবেন এবং উক্ত অপরাধে ব্যবহৃত ড্রেজার, বালু বা মাটিবাহী যানবাহন বা সংশ্লিষ্ট সামগ্রী সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হইবে।বাসাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা বলেন, ‘অবৈধভাবে বালু ও মাটি কাটা বন্ধ করার লক্ষ্যে উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে এবং অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করার অপরাধে ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে’ কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হবে। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান