সেনবাগে পুকুরে বিষ প্রয়োগ করে ২ লাখ টাকার মাছ নষ্ট
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি : নোয়াখালী সেনবাগে পুকুরে বিষ দিয়ে প্রায় ২ লাখ টাকার মাছ মেরে ফেলেছে অজ্ঞাত দুবৃত্তেরা।২৫ অক্টোবর শনিবার উপজেলার ৫নং অর্জুনতলা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নাজির নগর গ্রামের খান বাড়ির আবদুল আউয়াল প্রকাশ ডালিমের মৎস্য খামারে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী জানান, তিনি তার ১৩ শতাংশ পুকুরে প্রায় ৭ হাজার তেলাপিয়া ছাড়েন। পরিকল্পনা ছিল মাছগুলো কিছুটা বড় হলে তার পাশের ১৪০ শতাংশের বড় পুকুরে স্থানান্তর করবেন। বড় পুকুরটির সব প্রস্তুতিও শেষ করে রেখেছিলেন।কিন্তু শনিবার সকালে তিনি মাছের খামারে গিয়ে দেখেন তার পুকুরের মাছগুলো মরে ভেসে রয়েছে। তার ধারণা কেউ রাতে শত্রুতাবশত মাছের খামারে বিষ প্রয়োগ করেছে এই কারণে মাছগুলো মরে গেছে। এতে প্রায় ২ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।জানা যায়, নাজির নগর গ্রামের খান বাড়ির আবদুল হালিম খানের ছেলে আবদুল আউয়াল খান প্রকাশ ডালিম ভাগ্য বদল করার জন্য দীর্ঘ ৯ বছর প্রবাসে অবস্থান করে। কিন্তু কোনো উন্নতি করতে না পেরে দেশে ফিরে এসে একটি বেসরকারি হাসপাতাল প্রতিনিধি হিসেবে কাজ শুরু করেন। পাশাপাশি পরিবারের ভাগ্য পরিবর্তনের জন্য বাড়ির পার্শ্ববর্তী ১৩ শতাংশ পুকুরে প্রায় ৭ হাজার তেলাপিয়া মাছ চাষ শুরু করেন। উদ্দেশ্য ছিলো মাছগুলো বড় করে পার্শ্ববর্তী ১৪০ শতাংশ বড় পুকুরে স্থানান্তর করবেন। কিন্তু এর আগেই শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময় অজ্ঞাত দৃবৃত্তরা তার পুকুরে বিষ ঢেলে দিলে মাছগুলো মরে ভেসে ওঠে।এ বিষয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসার, মৎস্য বিভাগ, থানা পুলিশকে অবহিত করেছেন বলে জানান।এ বিষয়ে জানতে চাইলে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বলেন, ‘আমি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। উদ্যোক্তাকে আইনি সহায়তার জন্য থানায় সাধারণ ডায়েরি করতে বলেছি। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’