• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা পৌষ ১৪৩২ বিকাল ০৩:০৩:২০ (16-Dec-2025)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় চোলাই মদসহ গ্রেফতার ৩

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় চেকপোস্টে তল্লাশি চালিয়ে ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও একটি স্কুটিসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।১৫ ডিসেম্বর সোমবার রাতে গোচরা বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান চালানো হয়।গ্রেফতাররা হলেন, শাহাদাত জব্বার তাজিদ (২২), ছোটন মাহাজন (২১) এবং অন্তর দে (২০)।রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন জানান, গ্রেফতারদের দেহ তল্লাশির সময় ১০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। পরে তাদের থানা হেফাজতে নেওয়া হয়।তিনি আরও বলেন, এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান