• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা পৌষ ১৪৩২ সকাল ১০:০৩:১৮ (16-Dec-2025)
  • - ৩৩° সে:

কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় আরিফ হোসেন (৩৫) নামে এক যুবক নিহতহয়েছেন। এ সময় আরও একজন মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।১৫ ডিসেম্বর সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের মল্লিকনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আরিফ হোসেন চুয়াডাঙ্গা সদরের হক পাড়া এলাকার শাফায়েত হোসেনের ছেলে। আহত হাসান আলী (৩৬) একই এলাকার আবু সাইদের ছেলে।স্থানীয়রা জানায়, সোমবার বিকেলে মোটরসাইকেল যোগে কালীগঞ্জ শহর থেকে যশোরের দিকে যাচ্ছিলেন আরিফ ও হাসান। পথিমধ্যে যশোর-ঝিনাইদহ মহাসড়কের মল্লিকনগর এলাকায় পৌঁছালে একটি গর্তের মধ্যে পড়ে নিয়ন্ত্রণ হারায় তারা। এ সময় উল্টো দিক থেকে আসা কালীগঞ্জ গামী একটি ট্রাক তাদের ধাক্কা দিলে রাস্তার উপর পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন এবং আহত হাসানকে যশোরে রেফার্ড করেন।কালীগঞ্জ থানার ওসি মো. জেল্লাল হোসেন জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান