• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা পৌষ ১৪৩২ সকাল ১০:০৩:৫৫ (16-Dec-2025)
  • - ৩৩° সে:

ঘাটাইলে অন্বেষা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা

টাঙ্গাইল প্রতিনিধি: ‘সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ঘাটাইলে অন্বেষা বহুমুখী সমবায় সমিতির ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে অন্বেষা একাডেমীতে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় সমিতির ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. শাহাদাত হোসেন শামীমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের অবসরপ্রাপ্ত মাঠ পরিচালক মো. শহিদ হোসেন সেলিম।এছাড়া আরও উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা ও সাংবাদিক লেখক জুলফিকার হায়দার, অন্বেষা বহুমুখী সমবায় সমিতির লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. হুমায়ুন কবির সরকার, সাবেক সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক নাসরিন সরকার দিপা, যুগ্ম পরিচালক ইয়াসমিন সরকার, প্রধান হিসাব রক্ষক লায়লা খাতুন, অফিস ম্যানেজার মাকছুদা বেগম, প্রকল্প পরিচালক মো. কামাল হোসেন, কর্মসূচি কর্মকর্তা রাজিয়া সুলতানা প্রমুখ।অনুষ্ঠানে বিগত সাধারণ সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, রিপোর্ট পর্যালোচনা, উদ্বৃত্তপত্র ও নিরীক্ষা। বর্তমান সমাজে সমবায় সমিতির গুরুত্বসহ বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে আলোকপাত করা হয়।১৯৮৯ সালে অন্বেষা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ৩৬১৬ জন সদস্যের মধ্যে ১৬৬৬ জনকে ঋণ প্রদান করা হয়েছে। সমিতির মূলধন রয়েছে প্রায় ৩৩ কোটি ৪১ লক্ষ ৩০ হাজার ৫ শত ৯৪ টাকা। 

জেলার ইতিহাস


দর্শনীয় স্থান