• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ দুপুর ১২:৪৭:০৯ (25-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

মতলব উত্তরে দুই সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বীর বিএনপিতে যোগদান

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হুদা বলেছেন, আমরা বাংলাদেশের নাগরিক, সবার অধিকার সমান। ন্যায়বিচার, মত প্রকাশের স্বাধীনতা ও সম্মানের অধিকার সকলের জন্য নিশ্চিত করতে হবে। সমাজ ও দেশ গড়ার লক্ষ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তাহলেই আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারব।২৪ অক্টোবর শুক্রবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তরের দূর্গাপুর ইউনিয়নের হিজলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের অংশ হিসেবে আয়োজিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় দুই সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বী বিএনপিতে যোগদান করেন।সভায় তানভীর হুদা আরও বলেন, গত ১৭ বছর আওয়ামী লীগ দেশটাকে খালি করে দিয়েছে। এখন সেই দেশকে নতুন করে গড়তে পরিকল্পনা দরকার, আর সেই পরিকল্পনা রয়েছে বিএনপির ৩১ দফায়। এই দফাগুলোর মধ্যেই রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, ন্যায়বিচার ও ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেওয়া হয়েছে। বিশেষ করে ১৬ নম্বর দফায় বলা হয়েছে, ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ ও কার্যকর নিরাপত্তা প্রদান করা হবে।তিনি আরও বলেন, বাংলাদেশে এখন প্রয়োজন ঐক্য ও শান্তির রাজনীতি। বিএনপি সেই ঐক্যের প্রতীক। এখানে কোনো ভেদাভেদ নেই। সব ধর্মের মানুষই এই দেশের নাগরিক, সবাই সমান মর্যাদার অধিকারী।সনাতন ধর্মাবলম্বী নেতা নারায়ণ চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন দূর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর, চরকালিয়া দূর্গাপূজা মণ্ডপের সভাপতি সূদীর বিশ্বাস, উপজেলা হিন্দু বৈদ্য ঐক্য পরিষদের সাবেক সভাপতি বাবু জ্যোতিষ চন্দ্র কীর্তনিয়া প্রমুখ।