• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ দুপুর ১২:৪৫:৫০ (25-Oct-2025)
  • - ৩৩° সে:

শ্রীবরদীতে কাঁচা রাস্তায় চরম দুর্ভোগে কয়েক হাজার মানুষ

২৩ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৩৫:০৪

সংবাদ ছবি

শ্রীবরদী( শেরপুর) প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদী উপজেলার ২নং রানীশিমুল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কাঁচা রাস্তাগুলোর বেহাল অবস্থায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার কয়েক হাজার মানুষ।

প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলগামী শিক্ষার্থী, কৃষক, শ্রমিক ও অসুস্থ ব্যক্তিরা চলাচল করলেও দীর্ঘদিনেও রাস্তাগুলোর সংস্কার হয়নি। সামান্য বৃষ্টিতেই হাঁটুসমান কাদা জমে যাওয়ায় চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়ে।

Ad
Ad

স্থানীয়রা জানান, ইউনিয়নের সবচেয়ে বেশি ব্যবহার হওয়া এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ যাতায়াত করেন। কিন্তু বছরের পর বছর ধরে সংস্কার না হওয়ায় এটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষাকালে রাস্তায় কাদা ও পিচ্ছিলতার কারণে অনেকেই পড়ে গিয়ে আহত হন।

Ad

৫নং ওয়ার্ডের স্থানীয় ইউপি সদস্য সেলিম মিয়া জানান, ‘রাস্তাটি সংস্কারের জন্য একাধিকবার ইউনিয়ন পরিষদে প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা এলজিইডি অফিসেও অবহিত করা হয়েছে।’

ওই এলাকার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগম বলেন, ‘বর্ষাকালে স্কুলে আসতে শিক্ষার্থীদের প্রচণ্ড কষ্ট হয়। অনেক সময় বৃষ্টির পর কাদার কারণে বাচ্চারা স্কুলে আসতে পারে না। শিক্ষার পরিবেশও এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।’

এই বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী মশিউর রহমান বলেন, ‘রানীশিমুল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রাস্তার বিষয়টি আমাদের নজরে এসেছে। এটি ইতোমধ্যে অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে। প্রকল্প অনুমোদন পেলেই সংস্কার কাজ শুরু হবে। আমরা চাই, এলাকাবাসীর এই দীর্ঘদিনের দুর্ভোগের দ্রুত সমাধান হোক।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নওগাঁয় ট্রলি উল্টে দুই গরু ব্যবসায়ী নিহত
২৫ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৩০:২৯

সংবাদ ছবি
মেসির জোড়া গোলে মায়ামির জয়
২৫ অক্টোবর ২০২৫ দুপুর ১২:০৭:৫৬





সংবাদ ছবি
ঝিনাইদহে পানিতে ডুবে শিশুর মৃত্যু
২৫ অক্টোবর ২০২৫ সকাল ১১:১৮:১৯

সংবাদ ছবি
ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে এনসিপি
২৫ অক্টোবর ২০২৫ সকাল ১১:১১:১৭



Follow Us