নারায়ণগঞ্জে হাসপাতালে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতার ১৫
নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সরকারি খানপুর ৩০০ শয্যা হাসপাতালে র্যাব ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ১৫ জন দালালকে গ্রেফতার করা হয়েছে।১৩ অক্টোবর সোমবার দুপুরে নারায়ণগঞ্জ শহরে অবস্থিত সরকারি হাসপাতালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ৭ জন পুরুষ এবং ৮ জন মহিলা।নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার রাহসিন কবির গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা জানেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের একটি অভিযান রয়েছে, প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠানকে দালাল মুক্ত করা। তার অংশ হিসেবে আজকে আমরা নারায়ণগঞ্জ খানপুর ৩০০ শয্যা হাসপাতালে এই অভিযান পরিচালনা করি।তিনি আরও বলেন, আজকের অভিযানে ৭ জন পুরুষ এবং ৮ জন মহিলা দালালকে গ্রেফতার করা হয়েছে। পুরুষদেরকে ৭ দিন করে এবং মহিলাদেরকে ৩ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আমাদের এই অভিযান চলমান থাকবে।