ঈশ্বরদীতে পরমাণু শক্তি কমিশনের সেমিনার অনুষ্ঠিত
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে রাশিয়ার পরমাণু শক্তি কমিশনের উৎপাদন ও নিরাপত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।২৫ অক্টোবর শনিবার সকাল ১১টায় রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু সংস্থা ও ঈশ্বরদী প্রেসক্লাবের যৌথ আয়োজনে ঈশ্বরদীস্থ পরমাণু তথ্য কেন্দ্রে এ সেমিনার অনুষ্ঠিত হয়।সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাশিয়ার ন্যাশনাল রিচার্জ নিউক্লিয়ার বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক পদার্থ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের উপ-প্রধান প্রফেসর আলেক জেন্ডার নাকাবো।সেমিনারে প্রধান আলোচকের আলোচনায় প্রফেসর আলেক জেন্ডার নাকাবো বলেন, ঈশ্বরদীস্থ রূপপুর নিউক্লিয়ার পাওয়ার পয়েন্টটি নির্মাণ করা হচ্ছে বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে। এর ফলে মানব জীবন এবং পরিবেশ থাকবে সর্বোচ্চ ঝুঁকিমুক্ত । পারমাণবিক চুল্লি থেকে যে ভয়াবহ রেডিয়েশন বিকিরণের কথার চর্চা করা হচ্ছে, তা পুরোপুরি মিথ্যা এবং বানোয়াট।তিনি আরও বলেন, একজন বিমান আরোহী বিমানে আরোহণ করলে যে পরিমাণ রেডিয়েশনে আক্তান্ত হন রূপপুর পারমাণবিক চুল্লি থেকে সেই পরিমাণ রেডিয়েশনও নির্গত হওয়ার কোনোআশঙ্কা নেই। তাছাড়া এই প্রকল্পের কারণে আশপাশের এলাকায় বসবাসকারী জনগণেরও ক্ষতির ন্যূনতম সন্দেহ নেই। তাছাড়া এই প্রকল্পটি পরমাণু বিশ্বের সকল প্রকার নিয়মনীতি মেনেই নির্মাণকরা হচ্ছে বলেও তিনি জানান।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আসমা বেগম, প্রধান মানবসম্পদ উন্নয়ন কর্মকর্তা আলী উজ্জামান, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক ও তথ্য কর্মকর্তা সৈকত আহম্মেদ, ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান প্রমুখ।