• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা পৌষ ১৪৩২ সকাল ১০:৪১:০৭ (16-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

টাঙ্গাইলে মহান বিজয় দিবসের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: মহান বিজয় দিবস উপলক্ষে টাঙ্গাইল মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীর মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে।১৬ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৬টা ১ মিনিটে টাঙ্গাইল জেলা সদর জনসেবা চত্বরের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।এ সময় সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শহীদের আত্মত্যাগ গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।নেতৃবৃন্দ বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সীমাহীন ত্যাগের বিনিময়েই আমরা পেয়েছি একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। তাদের আদর্শ ধারণ করেই গণতন্ত্র, সত্য ও ন্যায়ের পক্ষে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।অনুষ্ঠানে টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়ন টাঙ্গাইল প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোক্তা ফোরামসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।