পাবনায় ট্রাকচাপায় বিদ্যালয়ের ৩ শিক্ষার্থী নিহত
পাবনা প্রতিনিধি:পাবনার সদরে মালবাহী ট্রাকের চাপায় বিদ্যালয়ের তিন শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছে।২৬ অক্টোবর রোববার সকাল সাড়ে ৭টার দিকে সদরের গয়েশপুর ইউনিয়নের বাঙ্গাবাড়িয়া এলাকায় ঢাকা-পাবনা মহাসড়কে এ ঘটনা ঘটে।তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত ও আহতরা পাবনা ক্যাডেট কলেজিয়েট স্কুলে অ্যান্ড কলেজের শিক্ষার্থী।মাধপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, তিনজন নিহত ও দুজন শিক্ষার্থী আহত হয়েছে। ঘটনাস্থলে আসছি। বিস্তারিত পরে জানাব।