• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা পৌষ ১৪৩২ সকাল ১০:০১:৫৫ (16-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

রাঙ্গুনিয়ায় বুদ্ধিজীবী দিবস পালিত

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) সকালে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার কেন্দ্রিয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য দিয়ে শহীদদের শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাজমুল হাসান।বক্তব্য দেন সহকারী কমিশার (ভূমি) দেবব্রত দাশ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরমিন আকতার রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মো. আরমান হোসেন, বীরমুক্তিযোদ্ধা দেবপ্রিয় বড়ুয়া, খাইরুল বশর মুন্সি। পরে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এসময় ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে নিহত শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবীরা জাতির শ্রেষ্ঠ সন্তান। স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রায় তাঁদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তরুণ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে আত্মনিয়োগ করার আহ্বান জানান।