• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩২ রাত ০২:০০:৪৩ (26-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

চাপাতি দেখিয়ে ফেসবুকে ভাইরাল হওয়া যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে চাপাতি দেখিয়ে ফেসবুকে ভাইরাল হওয়া যুবক শাহ আলী শিকদার (৩৫) কে গ্রেফতার রেলওয়ে পুলিশ।১৯ অক্টোবর রোববার গভীর রাতে ঢাকা রেলওয়ে পুলিশের একটি চৌকস টিম কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার শ্রীপুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি দীর্ঘদিন যাবত মাদকাসক্ত। তিনি বিভিন্ন সময় নিজ এলাকাসহ জনাকীর্ণ স্থানে জনমনে ভীতি এবং ত্রাস সৃষ্টি করে আসছিলেন। বিভিন্ন অপরাধে তিনি ইতোমধ্যে কয়েক মাস জেলও খেটেছেন বলিয়া জিজ্ঞাসাবাদে স্বীকার করেন। ঘটনার দিন শাহ আলী শিকদার আকস্মিকভাবে কমলাপুর রেলওয়ে স্টেশনের ৭নং প্লাটফর্মে তার শরীরে লুকানো ধারালো চাপাতি প্রকাশ্যে বের করে জনমনে ভীতি সৃষ্টি ও শক্তির মহড়া দেয়।উল্লেখ্য, ভিডিওটি বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচারের পর দেশব্যাপী ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আটককৃত যুবকের এরূপ কর্মকাণ্ডে রেলওয়ে স্টেশনে আগত যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই রেলওয়ে পুলিশের দুটি বিশেষ টিম কর্তৃক ভাইরাল যুবককে গ্রেফতারে রাজধানীসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।গ্রেফতার যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।