• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা পৌষ ১৪৩২ সকাল ০৯:১৯:৫৪ (16-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

মাভাবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের বায়োটেকের সঙ্গে পরিচয় করাতে নানা আয়োজন

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীন শিক্ষার্থীদের বায়োটেকনোলজি বিষয়ে প্রাথমিক ধারণা প্রদান ও আগ্রহ সৃষ্টি করতে নানা আয়োজন অনুষ্ঠিত হয়েছে। Biotech Club, MBSTU–এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।প্রকাশনা সম্পাদক আফিয়া খন্দকারের তত্ত্বাবধানে দিনব্যাপী বিভাগের করিডোরে বায়োটেকনোলজির বিভিন্ন বিষয়ভিত্তিক পোস্টার প্রদর্শন করা হয়, যা নবীন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।ক্লাবের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান খানের সঞ্চালনায় অনুষ্ঠিত “Freshers Meet Alumni: Innovation & Inspiration in Biotech Horizons” শীর্ষক সেশনে বায়োটেকনোলজির আধুনিক ধারা, গবেষণার সুযোগ, উচ্চশিক্ষা ও কর্মক্ষেত্রের সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। সেশন চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ কে এম মহিউদ্দিন।কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ড. অনিমেষ সরকার বলেন, বায়োটেকনোলজি একটি সম্পূর্ণ গবেষণাভিত্তিক বিষয় হওয়ায় এ ধরনের আয়োজন নবীন শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিষয়টির মৌলিক ধারণার পাশাপাশি গবেষণার সুযোগ ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ করতে পারে।"Biotech Club–এর পক্ষ থেকে বক্তব্য রাখেন ক্লাব সেক্রেটারি মুজাহিদ উজ্জ্বল। তিনি ক্লাবের চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে নবীন শিক্ষার্থীদের ক্লাব কার্যক্রমে সক্রিয়ভাবে যুক্ত হওয়ার আহ্বান জানান। পরে ক্লাবের রুটিন ও কার্যক্রম নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রত্যয় আহমেদ মাসুম।অনুষ্ঠানের অ্যালামনাই সেশনে বায়োটেকনোলজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী নঈম উদ্দীন তার শিক্ষাজীবন ও কর্মজীবনের অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি নবীনদের উদ্দেশে লক্ষ্য নির্ধারণ, দক্ষতা উন্নয়ন এবং ধৈর্য ধরে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন।এছাড়া অনুষ্ঠানে পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দ ও Biotech Club–এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।