চাটমোহরে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরের হান্ডিয়ালে পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান চালিয়ে ছয়জন মাদক সেবীকে আটক করে।পরে তাদেরকে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুসা নাসের চৌধুরীর আদালতে হাজির করলে প্রত্যেক জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।আটকরা হলেন- হান্ডিয়াল কুর্নিপাড়া এলাকার পেশকার আলীর ছেলে ইদ্রিস (২১), সোনাবাজু এলাকার আব্দুরের ছেলে নাজিম (২৫), পাটিয়াতা এলাকার আরশেদ আলীর ছেলে হান্নান (২৬), ইউসুফ আলীর ছেলে আমিনুল (১৮), হোসেনপুর এলাকার আব্দুল আজিজের ছেলে আমিনুল (২৮) ও সোনাবাজু এলাকার ওমর ফকিরের ছেলে আলি আজম (২৬)।চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী জানান, মাদক সেবনের সময় পাবনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও চাটমোহর উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে হান্ডিয়াল বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে মাদক সেবনরত অবস্থায় তাদের আটক করা হয়। আদালত প্রত্যেক জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড আদেশ প্রদান করেছে। মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।