এক রাতে চার দফা ভূমিকম্প অনুভূত
ডেস্ক রিপোর্ট: সিলেটে মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে।১০ ডিসেম্বর বুধবার রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথম ভূমিকম্প আঘাত হানে। পাঁচ মিনিট পর, রাত ২টা ২৫ মিনিট ১৪ সেকেন্ডে আবারও ভূমিকম্প অনুভূত হয়।ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, প্রথম কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩.৫, যার উৎপত্তিস্থল ছিল ২০ কিলোমিটার ভূঅভ্যন্তরে। দ্বিতীয় কম্পনের মাত্রা ছিল ৩.৩ এবং গভীরতা ৩০ কিলোমিটার।এ ছাড়া রাত ৩টা ৩৮ মিনিট ৩৬ সেকেন্ডে বঙ্গোপসাগরে ৪.৩ মাত্রার আরেকটি ভূমিকম্প রেকর্ড করা হয়, যার গভীরতা ছিল ১৫ কিলোমিটার।অন্যদিকে রাত ২টা ৫৪ মিনিট ৩ সেকেন্ডে মিয়ানমারে ৩.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। উৎপত্তিস্থল ছিল উত্তর মান্দালয় থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে।