• ঢাকা
  • |
  • বুধবার ২রা পৌষ ১৪৩২ রাত ০২:২৯:৪৬ (17-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

সৈয়দপুরে ভিসা প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে ভিসা প্রতারক চক্রের মূল হোতা সোহেল রানা বাবু ওরফে সেলসেলা বাবুকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।১১ ডিসেম্বর বৃহস্পতিবার উপজেলার খালিশা ধুলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। তার বাড়ি কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের কদমতলী গ্রামে।পুলিশ জানায়, সিলেটের মাইশাষি থানার বালাগঞ্জ এলাকার নিজাম উদ্দিন ভিসা প্রতারণার শিকার হন। পরে জানা যায়, মোট ৮৫ জন ব্যক্তি অনলাইন প্রতারণার মাধ্যমে ১ কোটি ২৭ লাখ টাকা হারিয়েছেন। তারা বিষয়টি নীলফামারী ডিবি পুলিশকে মৌখিকভাবে জানানোর পর গোয়েন্দা পুলিশ তদন্তে নেমে প্রতারণার সত্যতা পায়।জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মো. আকতার হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল অভিযান চালিয়ে সোহেল রানাকে আটক করে। এসময় তার কাছ থেকে ১৯টি জাল পাসপোর্ট, নগদ টাকা, হিসাব খাতা, সিডনির একটি কোম্পানির আইডি কার্ড, আব্দুর রাজ্জাক নামে আরেকটি আইডি কার্ড, জাল কানাডিয়ান মুদ্রার বিভিন্ন নোট, অন্যান্য দেশের মুদ্রার দুটি বান্ডিল, প্রতারণায় ব্যবহৃত একটি ল্যান্ড ফোন জব্দ করা হয়।জিজ্ঞাসাবাদে সোহেল রানা স্বীকার করেছে যে, কানাডার ভিসা করে দেওয়ার নামে বিভিন্ন সময় বিকাশ, নগদ ও ব্যাংকের মাধ্যমে ১ কোটি ২৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছে।এ ঘটনায় সৈয়দপুর থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়েছে। সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রেজা জানান, আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।