• ঢাকা
  • |
  • বুধবার ২রা পৌষ ১৪৩২ রাত ০৩:২০:১৫ (17-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

টাঙ্গাইলে পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে।৫ নভেম্বর বুধবার দুপুরে উপজেলার চারান উত্তর পাড়া গ্রামে এক বৃদ্ধের মরদেহ এবং সকালে ইছাপুর গোরস্থানের কাছে সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়।কালিহাতীর চারান উত্তর পাড়া গ্রামে কামাল খান (৬৩) নামে এক বৃদ্ধের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মৃত ওয়াজেদ আলী খানের ছেলে। দুপুরে কামাল খানের বসতবাড়ির পাশের জঙ্গল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, কামাল খান পরিবারসহ ঢাকায় বসবাস করতেন। প্রায় এক সপ্তাহ আগে তিনি গ্রামের বাড়িতে আসেন। মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। পরদিন সকালে বাড়ির পাশের জঙ্গলে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, মরদেহের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে জঙ্গলে ফেলে রাখা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।অন্যদিকে, সকালে কালিহাতী উপজেলার ইছাপুর গোরস্থানের কাছে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে খালেদা আক্তার (৩৯) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত খালেদা আক্তার কালিহাতীর রাজাফৈর গ্রামের ছালাম মিয়ার স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি সিএনজি ধাক্কা দিলে অটোরিকশার চারজন যাত্রী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক খালেদা আক্তারকে মৃত ঘোষণা করেন।এলেঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফ জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।