• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৭:১৬ (16-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড মাঠপাড়া এলাকায় দাদির সঙ্গে ঘুরতে বেরিয়ে কালিগঙ্গা নদীতে পড়ে দুই চাচাতো ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে।৬ ডিসেম্বর শনিবার সকালে ঘটে যাওয়া এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।নিহত জুনায়েদ মন্ডল (আড়াই বছর) উপজেলা সদর এলাকার আলী আজগর মন্ডল ও সাহেরা দম্পতির ছেলে। আর জামিল মন্ডল (২.৩ বছর) আলী আকবর মন্ডল ও তাসলিমা আক্তার দম্পতির সন্তান।নিহত জামিলের নানী জানান, সকালে সাড়ে সাতটার দিকে দুই শিশু দাদির সঙ্গে বাড়ির বাইরে ঘুরতে বের হয়। কিছুক্ষণ পর দাদির অগোচরে তারা কালিগঙ্গা নদীর পাড়ে চলে যায়। দাদি বাড়ি ফিরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয়রাও এতে যুক্ত হন।প্রায় এক ঘণ্টা পর, সকাল সাড়ে আটটার দিকে নদীর পাড়ে ভেসে ওঠা অবস্থায় প্রথমে জামিলের এবং কিছু দূরেই জুনায়েদের মরদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। পরে দ্রুত উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের দুজনকেই মৃত ঘোষণা করেন।একই পরিবার ও আত্মীয়তার দুই শিশু সন্তান এভাবে অকালমৃত্যুবরণ করায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।মানিকগঞ্জ সদর থানার এসআই পুলক কুমার দাস মজুমদার বলেন, ঘটনাটি তদন্ত করে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।