• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা পৌষ ১৪৩২ সকাল ১০:৪২:০৬ (16-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

শেখ হাসিনাকে হস্তান্তরে ভারতে পাঠানো চিঠির উত্তর পায়নি বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক : মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। তবে চিঠি পাঠানোর পর বেশ কিছুদিন পার হলেও ভারতের কাছ থেকে এখনো কোনো উত্তর আসেনি। এত দ্রুত উত্তর আসবে বলেও আশা করছে না ঢাকা।২৬ নভেম্বর বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।কোন প্রক্রিয়ায় চিঠি পাঠানো হয়েছে-এমন প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, নোট ভার্বাল আমাদের মিশনের মাধ্যমে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কোনো উত্তর আসেনি। এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা। তবে আমরা আশা করছি, উত্তরটি একসময় পাব।চিঠির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা ভারতকে জানিয়েছি, শেখ হাসিনাকে বিচারের মাধ্যমে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাই তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হোক।প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে গত ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের রায় দেয়। এরপর গত শুক্রবার বাংলাদেশ দূতাবাস ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের জন্য আনুষ্ঠানিক পত্র পাঠায়। এছাড়াও গত ডিসেম্বর মাসেও শেখ হাসিনাকে ফেরত চেয়ে ভারতের কাছে চিঠি পাঠিয়েছিল বাংলাদেশ।নির্বাচনে ভারতীয় পর্যবেক্ষক প্রেরণের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, এটি সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। এ বিষয়ে সরকারের কোনো ভূমিকা নেই। নির্বাচন কমিশন না বললে সরকার এ বিষয়ে কোনো সহায়তা করবে না বলেও তিনি উল্লেখ করেন।