সৈয়দপুরে ভেজাল চানাচুর কারখানায় অভিযান
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে অবৈধভাবে পরিচালিত ভেজাল খাদ্য প্রস্তুতকারী একটি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ক্ষতিকর উপাদান ও প্রস্তুতকৃত চানাচুর জব্দ করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।১০ ডিসেম্বর বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় সৈয়দপুর উপজেলার বাঁশবাড়ি এলাকায় অবস্থিত কোহিনুর চানাচুর কারখানা (মেসার্স লিটন ফুড প্রোডাক্টস) এ অভিযান চালানো হয়।মনিটরিং দলের সদস্যরা কারখানাটিতে অনুমোদনবিহীন ও বিষাক্ত রং, পোড়া তেল, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত, এবং পশুখাদ্যের বস্তায় চানাচুর সংরক্ষণের মতো গুরুতর অনিয়ম দেখতে পান। এসব ভেজাল ও অনিরাপদ খাদ্যদ্রব্য মানবদেহে মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে জানান কর্মকর্তারা।কারখানা থেকে ১৩.৫০ কেজি অননুমোদিত রং, ৪০ কেজি অননুমোদিত মশলা, আনুমানিক ৩৫০ কেজি পোড়া তেল, এবং ১২০০ কেজি প্রস্তুত চানাচুর জব্দ করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব জব্দকৃত মালামাল নিরাপত্তা হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।এছাড়া, কারখানাটির উৎপাদন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।