• ঢাকা
  • |
  • শনিবার ১০ই কার্তিক ১৪৩২ রাত ১১:১৭:৪৪ (25-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নড়াইলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থী ধর্ষণচেষ্টার অভিযোগ

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলার কেডিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশু শিক্ষার্থীর পরিবার প্রধান শিক্ষক তরিকুল ইসলামকে একমাত্র আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।২৩ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে নড়াইল সদর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেন। অভিযুক্ত প্রধান শিক্ষক তরিকুল ইসলামের বাড়ি নড়াইল সদর উপজেলার মাইজপাড়া ইউনিয়নের বোড়ামারা গ্রামে।অভিযোগে জানা যায়, গত ১৫ অক্টোবর বিকেলে বিদ্যালয় ছুটির পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরিকুল ইসলাম ৪ জন শিক্ষার্থীকে নিয়ে শ্রেণিকক্ষে প্রাইভেট পড়াচ্ছিলেন। একপর্যায়ে এক ছাত্রী তার মায়ের ডাকে ওই কক্ষের বাইরে গেলে শিক্ষক অন্য দুই ছাত্রকে তখন জাতীয় পতাকা খুলতে পাঠান। এরপর সুযোগ বুঝে একা থাকা শিক্ষার্থীকে রুমে আটকে স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণের চেষ্টা করেন। শিক্ষার্থীর চিৎকারে অন্য সহপাঠীরা ছুটে এসে দরজা খুলে ফেলে। এসময় প্রধান শিক্ষক তরিকুল ইসলাম তড়িঘড়ি করে মেয়েটিকে ছেড়ে দেয়। পরে তিনি শিক্ষার্থীদের কাউকে কিছু না বলার জন্য অনুরোধ করেন।ঘটনা জানাজানি হলে ভুক্তভোগী শিশুটির পরিবার ২১ অক্টোবর মঙ্গলবার রাতে নড়াইল সদর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা দায়ের করলে বিষয়টি সর্বত্র ছড়িয়ে পড়ে। অভিযুক্ত শিক্ষক তরিকুল ইসলাম ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন।অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তরিকুল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘দীর্ঘদিন ধরে একটি মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে। তারই অংশ হিসেবে এ মিথ্যা ও বানোয়াট অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।’এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলাম এ ঘটনায় মামলা হওয়ার কথা নিশ্চিত করে বলেন, আসামি গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।