• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা পৌষ ১৪৩২ রাত ১০:৩২:০৯ (16-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

দক্ষিণ আফ্রিকায় বারে এলোপাতাড়ি গুলিতে শিশুসহ নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার একটি পানশালায় দুর্বৃত্তদের গুলিতে ১ শিশুসহ অন্তত ১১ জন নিহত হয়েছে। ৬ ডিসেম্বর শনিবার দেশটির প্রেতরিয়া শহরে এ ঘটনা ঘটে।আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, শেবিন নামের অবৈধ একটি পানশালায় আচমকা বন্দুক নিয়ে ঢুকে পড়ে ৩ জন। কিছু বুঝে উঠার আগেই এলোপাতাড়ি গুলি চালানো শুরু করে তারা।নিরাপত্তা বাহিনীর বিবৃতিতে এ ঘটনায় আরও ১৪ জনের গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে হামলাকারীদের নাম-পরিচয় এখনও জানা যায়নি।অপ্রত্যাশিত এই ঘটনার পেছনের কারণও স্পষ্ট করতে পারেনি কর্তৃপক্ষ। তবে বন্দুকধারী ব্যক্তিদের পাকড়াও করতে জোর অভিযান চালাচ্ছে পুলিশ।