• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ বিকাল ০৪:০৮:৫৯ (26-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

থাইল্যান্ড-কম্বোডিয়া ‘ঐতিহাসিক শান্তি চুক্তি’র সাক্ষী হলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: সীমান্ত বিরোধ মেটাতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।২৬ অক্টোবর রোববার স্বাক্ষরিত এ চুক্তিকে ট্রাম্প 'ঐতিহাসিক ও শান্তির নতুন দিগন্ত' বলে আখ্যা দেন।মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে চুক্তিটি স্বাক্ষরিত হয়। যেখানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বর্তমানে এক সপ্তাহের এশিয়া সফরে রয়েছেন। তার সফরসূচিতে মালয়েশিয়ার সঙ্গে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া। মালয়েশিয়ায় আসিয়ান এবং দক্ষিণ কোরিয়ায় এপেক সম্মেলনে অংশ নেবেন তিনি।মূলত, গত জুলাইয়ে ট্রাম্প প্রশাসনের বাণিজ্যিক চাপ ও কূটনৈতিক মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি হয়। ওই সময় টানা পাঁচ দিনের সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত ও শতাধিক আহত হন বলে জানায় আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এরপর থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে শান্তি আলোচনা শুরু হয়, যার ফলেই স্বাক্ষরিত হয় এই চুক্তি।শান্তি চুক্তি স্বাক্ষরের আগে থাইল্যান্ড ও কম্বোডিয়া, দুই দেশের প্রধানমন্ত্রীই ধন্যবাদ জানান ট্রাম্পকে। থাই প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দ্রুত অস্ত্র প্রত্যাহার ও যুদ্ধবন্দিদের মুক্তির প্রক্রিয়া শুরু করব। যদি ঘোষণাপত্রটি পুরোপুরি বাস্তবায়ন করা যায়, তাহলে এটি অঞ্চলে স্থায়ী শান্তির ভিত্তি হিসেবে কাজ করবে।’অপরদিকে, কম্বোডিয়ান প্রধানমন্ত্রীর মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃঢ় নেতৃত্ব ও নিরলস প্রচেষ্টার ফলেই এই শান্তি চুক্তি সম্ভব হয়েছে।উল্লেখ্য, ট্রাম্পের পাঁচ দিনের এশিয়া সফরের মূল আকর্ষণ হবে তার সঙ্গে চীনা প্রেসিডেন্ট শি জিন পিংয়ের বৈঠক। গেয়ংজু শহরে অনুষ্ঠিতব্য এপেক সম্মেলনের সাইডলাইনে হবে এ সাক্ষাৎ।