• ঢাকা
  • |
  • সোমবার ১লা পৌষ ১৪৩২ রাত ১০:৫০:১৮ (15-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

অল্প সময়ে চেষ্টা থাকবে কিছু অধ্যাদেশ করে যাওয়ার: তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, পানি সম্পদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, অল্প সময়ে চেষ্টা থাকবে কিছু অধ্যাদেশ করে যাওয়ার, যেগুলো সাংবাদিক সমাজের দীর্ঘ দিনের দাবি ছিল।১৫ ডিসেম্বর সোমবার সোমবার রাজধানীর সার্কিট হাউজ রোডে তথ্য ভবনের সম্মেলন কক্ষে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় পর্যায়ের আর্থিক সহায়তার অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার ও প্রেস) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলম, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ. এস. এম. জাহীদ, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. আবদুল জলিল, প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগমসহ সাংবাদিক নেতৃবৃন্দ।সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অল্প সময়ে চেষ্টা থাকবে কিছু অধ্যাদেশ করে যাওয়ার, যেগুলো সাংবাদিক সমাজের দীর্ঘ দিনের দাবি। বাংলাদেশ এখন স্বৈরাচারী শাসন থেকে গণতন্ত্রের দিকে যাত্রা করছে, যা সম্পন্ন হবে নির্বাচনের মাধ্যমে।তথ্য উপদেষ্টা বলেন, গণতন্ত্রের যাত্রাকে শক্তিশালী করার অন্যতম মাধ্যম গণমাধ্যম। তাই সাংবাদিকদের সুরক্ষা দিতে হবে রাষ্ট্রকে একইসঙ্গে সাংবাদিককেও তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে।তিনি আরও বলেন, সম্প্রচার কমিশন আইন, গণমাধ্যমের স্বায়ত্তশাসনের আইন করার চেষ্টা থাকবে।