• ঢাকা
  • |
  • বুধবার ২রা পৌষ ১৪৩২ রাত ০৩:০৬:৩১ (17-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

খালেদা জিয়ার খোঁজ নিতে আবারও হাসপাতালে জোবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে দেখতে ফের এভারকেয়ার হাসপাতালে গেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান।৬ ডিসেম্বর শনিবার বিকেল ৩টার পর হাসপাতালে যান তিনি।সর্বশেষ শুক্রবার রাত ৮টা ২০ মিনিটে ধানমন্ডিতে মায়ের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে যান তিনি। আবার রাতেই বাসায় ফিরে যান তিনি।এর আগে, শুক্রবার লন্ডন থেকে এসে বেলা ১১টা ৫৩ মিনিটে হাসপাতালে প্রবেশ করে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার পাশে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন জোবাইদা রহমান। দুপুর আড়াইটার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে মায়ের বাসা ধানমন্ডির দিকে রওনা হয় তার গাড়িবহর।বেলা পৌনে ১১টায় তাকে বহনকারী বিমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।এদিকে, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী শনিবার গণমাধ্যমকে জানিয়েছেন, মেডিক্যাল বোর্ডের সবুজ সংকেত দিলেই দলীয় চেয়ারপারসনকে নিতে ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স।