• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৬:২১:০৫ (16-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ

বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের ধারারচর নয়া পাড়া এলাকায় আদালতের চলমান নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অভিযোগ উঠেছে একই এলাকার একদল প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় বাদী মো. নবী হোসেন বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে তিনি উল্লেখ করেন, তার নিজস্ব কৃষিজমি নিয়ে দীর্ঘদিন ধরে বিবাদীদের সাথে বিরোধ চলমান রয়েছে। বিষয়টি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। ওই জমির ওপর আদালত নিষেধাজ্ঞা জারি করেছে। নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও গত ৮ ডিসেম্বর ১ থেকে ৯ নম্বর বিবাদী একত্রিত হয়ে তার জমিতে কৃষি জমিতে ভুট্টার বীজ বপন করে।বাদীর দাবি, বিবাদীদের হাতে লাঠি সোঁটা, দা-চাপাতিসহ বিভিন্ন কৃষিযন্ত্র ছিল। তারা প্রকাশ্যে জমিটি ‘খারিজ করিয়ে নিয়েছে’ বলে দাবি করে এবং খুব শিগগিরই প্রভাবশালী এক ব্যক্তির কাছে বিক্রি করবে বলে জানায় তিনি। বাধা দিতে গেলে বিবাদী গোলাম মোস্তফা  ও মোকারিয়া প্রকাশ্যে বলেন-‘জমি বিক্রি করবই, বাধা দিলে খুন করে মরদেহ গুম করে ফেলব।’অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, বিবাদী তয়েন মিয়া  ও ওয়াজ করুনী  বাদী ও তার পরিবারের সদস্যদের দিকে লাঠি উঁচিয়ে ভয় দেখান। মহিলা বিবাদীরা—হোসনা, সালমা, স্বপ্না ও সাথী—একযোগে গালিগালাজ করেন এবং ঘটনাকে ঘুরিয়ে দেওয়ার হুমকি দেন। এ সময় বিবাদীরা জমির সীমানা চিহ্ন নষ্ট করার চেষ্টাও করে বলে অভিযোগে উল্লেখ আছে।ঘটনার সময় বাদীর পরিবারের সদস্যরা জীবনের নিরাপত্তাহীনতায় আতঙ্কিত হয়ে পড়েন। আদালতের নিষেধাজ্ঞা চলমান থাকা অবস্থায় জোরপূর্বক দখল চেষ্টার পাশাপাশি খুন-গুমের হুমকিতে এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।