• ঢাকা
  • |
  • বুধবার ২রা পৌষ ১৪৩২ রাত ০২:২৯:৪৫ (17-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

মনোনয়ন-বিভেদ ভুলে শ্রীপুর বিএনপিতে ঐতিহাসিক ঐক্য

গাজীপুরের (শ্রীপুর) প্রতিনিধি : মনোনয়নকে কেন্দ্র করে সৃষ্ট দীর্ঘদিনের কোন্দল ভুলে অবশেষে ঐক্যবদ্ধ হলো গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপি।মহান বিজয় দিবসের (বিজয় দিবসের ২৪ ঘণ্টা পূর্বে ১৫ ডিসেম্বর) ঠিক আগ মুহূর্তে এই ঐক্যের সূচনা হয়।এর ফলশ্রুতিতে, মঙ্গলবার উপজেলা ও পৌর বিএনপি আনন্দ ও উচ্ছ্বাসের মধ্য দিয়ে বিজয় দিবস পালন করেছে। শ্রীপুর উপজেলা বিএনপিতে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকায় দীর্ঘকাল ধরে বিভেদ বিরাজ করছিল। এই ভেদাভেদ দূর করতে ১৫ ডিসেম্বর সন্ধ্যায় মনোনয়নপ্রত্যাশী নেতা ও উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা এসএম রুহুল আমিনের ভাংনাহাটি গ্রামের বাসভবনে এক সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এবারের নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী সকল নেতা একযোগে ধানের শীষের প্রার্থীর পক্ষে কাজ করার অঙ্গীকার করেন।এই ঐক্য প্রক্রিয়ায় যারা উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু (বিএনপির মনোনীত গাজীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপির সিনিয়র ১নং যুগ্ম আহ্বায়ক) মাওলানা এসএম রুহুল আমিন (উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও মনোনয়নপ্রত্যাশী) ডা. শফিকুল ইসলাম (গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি) মো. শাজাহান ফকির (উপজেলা বিএনপির সাবেক সভাপতি) আক্তারুল আলম মাস্টার (সাবেক সাধারণ সম্পাদক) উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক/সদস্য সচিববৃন্দ।ঐক্যের প্রতীক হিসেবে গাজীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু নিজ হাতে উপস্থিত সবাইকে মিষ্টি খাইয়ে দেন।​ঐক্যবদ্ধ হওয়ার পরদিন সকালে ডা. রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে শ্রীপুর উপজেলা ও পৌর বিএনপির শত শত নেতাকর্মী শহীদ বেদিতে র্যালি নিয়ে যান এবং মহান বিজয় দিবস উদযাপন করেন।​এই ঐক্যের মধ্য দিয়ে অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চুর নেতৃত্বে শ্রীপুর উপজেলা বিএনপিতে দীর্ঘদিনের বিভেদ কাটিয়ে ঐক্যের এক নতুন অধ্যায় সূচিত হলো।