• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ বিকাল ০৪:০১:১৫ (26-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নিষেধাজ্ঞা শেষে ইলিশ শিকারে নেমেছে জেলেরা

নিজস্ব প্রতিবেদক: ইলিশের প্রধান প্রজনন মৌসুমের ২২ দিনের নিষেধাজ্ঞা গতকাল শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাত ১২টায় শেষ হয়েছে। এরপর থেকেই ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে ইলিশ শিকারে নেমেছেন জেলেরা।তবে র্দীঘ দিন পর নদীতে নেমে কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ না পেলেও যা পাচ্ছেন তাতেই জেলেরা সন্তুষ্ট রয়েছেন। জালে ইলিশ কম ধরা পরলেও কোড়াল, পাঙ্গাস, পোয়াসহ বিভিন্ন মাছ ধরা পরছে আশানূরুপ।ভোলার জেলেরা জানান, নিষেধাজ্ঞার পরে বুক ভড়া আশা নিয়ে দল বেঁধে নদীতে যাচ্ছেন তারা। বর্তমানে যে পরিমাণ ইলিশসহ বিভিন্ন ধরণের মাছ ধরা পরছে, তা আরো ৭ দিন ৮ দিন বজায় থাকলে ধার-দেনা পরিশোধ করা সম্ভব হবে।উল্লেখ্য, ইলিশের প্রধান প্রজনন মৌসুম হওয়ায় ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে গত ৪ অক্টোবর ইলিশসহ সব ধরণের মাছ শিকারের নিষেধাজ্ঞা দেয় সরকার।