• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা পৌষ ১৪৩২ বিকাল ০৪:৫৬:২৫ (16-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

সৈয়দপুরে ইটভাটা মালিকের এক লক্ষ টাকা জরিমানা আদায় কার্যক্রম বন্ধ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর সৈয়দপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে।১১ ডিসেম্বর নীলফামারী জেলা  প্রশাসন ও নীলফামারী পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এ অভিযান চালায়।এ সময় সৈয়দপুর উপজেলায় মো. রাজু আহমেদ এর মালিকানাধীন মেসার্স এম এইচ ই ব্রিকস নামক ইটভাটায় অভিযান চালানো হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘন করে কৃষিজমি থেকে মাটি সংগ্রহ ইটের কাঁচামাল হিসেবে ব্যবহার করায় ইটভাটার মালিককে এক লক্ষ টাকা জরিমানা ধায্যপূর্বক আদায় করা হয়। সাথে ইটভাটাটির সকল ধরনের কার্যক্রম বন্ধসহ পরবর্তীতে ইটভাটাটি পরিচালনা না করার নির্দেশনা প্রদান করা হয় ।ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উদ্দীন। পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ-আল-মামুন প্রসিকিউশন প্রদান করেন। এ সময়ে নীলফামারী জেলা পুলিশ ও সৈয়দপুর পুলিশের একদল চৌকস সদস্য অভিযান পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন।