• ঢাকা
  • |
  • সোমবার ১লা পৌষ ১৪৩২ রাত ১০:৪৯:০১ (15-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

যুক্তরাষ্ট্রের নতুন নিরাপত্তা কৌশল নিয়ে রাশিয়ার সন্তুষ্টি, ইউরোপে বাড়ছে উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সদ্য প্রকাশিত জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে রাশিয়া। মস্কো বলছে, ৩৩ পৃষ্ঠার এই কৌশলগত নথির বেশিরভাগ বিষয়ই রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। তবে ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ এই নথি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।৭ ডিসেম্বর রোববার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ কৌশলপত্রকে “ইতিবাচক” আখ্যা দেন। তিনি জানান, মস্কো নথিটি আরও বিশদভাবে বিশ্লেষণ করে পরবর্তীতে আনুষ্ঠানিক মন্তব্য জানাবে।নতুন কৌশলে বিদেশি প্রভাব মোকাবিলা, অভিবাসন নিয়ন্ত্রণ এবং ইউরোপীয় ইউনিয়নের কথিত ‘সেন্সরশিপ নীতি’র বিরোধিতাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। একই সঙ্গে ইউরোপের কিছু দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক ও সামরিক সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। নথিতে বেশ কয়েকটি ইউরোপীয় দেশের জাতীয়তাবাদী রাজনৈতিক শক্তির উত্থানকে ইতিবাচক বলে উল্লেখ করা হয়।এমন ভাষা ও অবস্থানই উদ্বেগ বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়নে। তাদের মতে, নথিতে রাশিয়া সম্পর্কে তুলনামূলক নরম অবস্থান নেওয়ায় ইউক্রেন যুদ্ধের বিষয়ে পশ্চিমাদের চাপ দুর্বল হতে পারে। কৌশলপত্রে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রচেষ্টা ব্যাহত করতে ইইউ অবদান রাখছে এবং রাশিয়ার সঙ্গে স্থিতিশীলতা ফিরিয়ে আনলে ইউরোপের সামগ্রিক অর্থনীতি উপকৃত হতে পারে।জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান ভেদেফুল প্রশ্ন তুলেছেন— মতপ্রকাশের স্বাধীনতা বা কোনো দেশের নিজস্ব সামাজিক কাঠামো নিয়ে মন্তব্য আদৌ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা কৌশলের অংশ হওয়া উচিত কি না। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেন, ইউরোপ যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতম মিত্র, এবং উভয়ের শত্রুও এক।এদিকে, যুক্তরাষ্ট্রের কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্যরা সতর্ক করে বলেছেন, নতুন কৌশল দেশের বৈদেশিক সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করতে পারে।রোববার দোহায় এক অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ইঙ্গিত দেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইউক্রেনকে সহায়তা কমিয়ে আনতে পারেন। তিনি দাবি করেন, ইউক্রেনের ধনী ও প্রভাবশালীরা দেশ ছেড়ে পালিয়েছে এবং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুদ্ধকে অকারণে দীর্ঘায়িত করছেন।