• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই কার্তিক ১৪৩২ দুপুর ১২:৪৩:৪২ (28-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নাটোরের বড়াইগ্রামে বৃদ্ধা হত্যার ঘটনায় নারীসহ আটক ২

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামে চাঞ্চল্যকর মমতাজ বেগম হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে ফাউজিয়া বেগম (৩২) ও  তার কথিত স্বামী মিনারুল ইসলামকেও আটক করেছে পুলিশ।ফাউজিয়া বনপাড়া পৌর এলাকার সরদারপাড়ার শহিনুজ্জামান শাহিনের মেয়ে। ফাউজিয়া মমতাজ বেগমকে হত্যার পর তার গহনা নিয়ে নাটোর ছাড়ার পরিকল্পনা করছিলেন।৮ অক্টোবর বুধবার রাতে ফাউজিয়া ও তার কথিত স্বামী মিনারুলকে নাটোরের বড়হরিশপুর বাস টার্মিনাল এলাকা থেকে আটক করে পুলিশ।পুলিশ জানায়, গত ৬ অক্টোবর রাতে বাড়িতে একা পেয়ে পৌর এলাকার সরদারপাড়া মহল্লার মমতাজ বেগমকে নামে এক বৃদ্ধা রড দিয়ে মুখমন্ডল থেতলে হত্যা করে স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায় ফাওজিয়া। স্বর্ণালংকার বিক্রি করে বুধবার রাতে নাটোর ছেড়ে চলে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি।ঘটনার পর পুলিশের একটি টিম দ্রুত সময়ের মধ্যে হত্যাকান্ডের রহস্য উদঘাটনে মাঠে নামে। একপর্যায়ে বুধবার রাত ১১ দিকে পালিয়ে যাবার সময় প্রযুক্তির সহায়তায় বাসষ্ট্যান্ড থেকে ফাউজিয়াসহ তার কথিত স্বামী মিনারুলকেও আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাসে ফাউজিয়া ঘটনার সত্যতা স্বীকার করেছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে বলে জানান বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন।