• ঢাকা
  • |
  • বুধবার ২রা পৌষ ১৪৩২ রাত ০২:২৭:২৩ (17-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

নির্বাচনী আচরণবিধিতে যেসব সংশোধন আনল ইসি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণ বিধিমালায় গুরুত্বপূর্ণ সংশোধন এনে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ১১ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে তফসিল ঘোষণার পর সংশোধিত বিধিমালা প্রকাশ করা হয়।ইসি জানায়, ২০২৫ সালের ‘রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি’-তে সংশোধন এনে ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও একই সঙ্গে গণভোটের জন্য নতুন বিধান কার্যকর করা হয়েছে।আগে আচরণবিধি লঙ্ঘন করলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা জরিমানার বিধান ছিল। সংশোধিত গেজেটে তা বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে।সংশোধন অনুযায়ী, প্রতি সংসদীয় আসনে ইউনিয়ন, পৌরসভা ও মেট্রোপলিটন এলাকার প্রতিটি ওয়ার্ডে সর্বোচ্চ একটি বিলবোর্ড ব্যবহার করা যাবে। পুরো নির্বাচনী এলাকায় সর্বোচ্চ ২০টি বিলবোর্ডের সীমা নির্ধারণ করা হয়েছে।কোনো প্রার্থী জনসভা করতে চাইলে ২৪ ঘণ্টা আগে স্থান ও সময় জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষে অবহিত করতে হবে। আইন-শৃঙ্খলা ও চলাচল নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ। একটি জনসভায় একইসঙ্গে তিনটির বেশি মাইক্রোফোন বা লাউডস্পিকার ব্যবহার করা যাবে না।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে তফসিল ঘোষণা করেন। ঘোষিত সময়সূচি অনুযায়ী ভোটগ্রহণ ও গণভোট: ১২ ফেব্রুয়ারি, সকাল ৭:৩০ থেকে বিকেল ৪:৩০।মনোনয়ন দাখিল: শেষ তারিখ ২৯ ডিসেম্বর, মনোনয়ন বাছাই: ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, আপিল দাখিল: ১১ জানুয়ারি, আপিল নিষ্পত্তি: ১২-১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার: ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি, প্রচারণা শুরু: ২২ জানুয়ারি, প্রচারণা শেষ: ভোটের ৪৮ ঘণ্টা আগে, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি সকাল ৭:৩০ পর্যন্ত।