• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৩ই কার্তিক ১৪৩২ বিকাল ০৩:৫৮:২৩ (28-Oct-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালতে প্রায় ২০০ ইউক্যালিপটাসের চারা ধ্বংস

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত প্রায় ২০০ ইউক্যালিপটাসের চারা ধ্বংস করা হয়েছে।৩ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলার রানীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ। অভিযান পরিচালনা কালে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান উপস্থিত ছিলেন। আদালতে রানীগঞ্জ হাট বাজারে বিক্রির জন্য নিয়ে আসা সরকারি ভাবে নিষিদ্ধ প্রায় ২০০ ইউক্যালিপটাস গাছের চারা কেটে ধ্বংস করা হয়।এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওছার শেখ এ গাছের চারা বিক্রেতাদের সতর্ক করে দিয়ে বলেন, পরবর্তীতে ইউক্যালিপটাস ও আকাশমনি গাছের চারা কোথাও বিক্রয় করলে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া পরিবেশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।