• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই পৌষ ১৪৩২ সকাল ১১:৫৯:০৪ (19-Dec-2025)
  • - ৩৩° সে:

সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে: মির্জা ফখরুল

১৯ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:১৫:৫৬

সংবাদ ছবি

ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর প্রেক্ষাপটে জাতীয় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার-এ হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি সরকারকে ঘটনার পুরো দায় নিতে হবে বলে হুঁশিয়ারি দেন।

Ad

১৯ ডিসেম্বর শুক্রবার ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

Ad
Ad

ফেসবুক পোস্টে মির্জা ফখরুল লেখেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম দেশ। এ দেশের প্রতিটি নাগরিকের জানমালের দায়িত্ব বর্তমান সরকারের। শহীদ হাদির মৃত্যুতে শোকার্ত জাতি যখন তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করছে, তখন ডেইলি স্টার ও প্রথম আলোসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং বরেণ্য সাংবাদিক নূরুল কবীরের ওপর হীন হামলা চালানো হলো।’

ঘটনার নিন্দা জানিয়ে তিনি আরও লেখেন, ‘দেশের সংকটময় মুহূর্তকে কাজে লাগাতে যারা অপেক্ষা করে, তারা এই দেশের শত্রু। আজ এই শোকাবহ মুহূর্তকে ধ্বংসাত্মক কাজে রূপান্তর করা হয়েছে। আমি এই সন্ত্রাসের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সরকারকে এই ঘটনার পুরো দায়িত্ব নিতে হবে।’

প্রায় এক বছরের বেশি সময় ধরে মব সন্ত্রাস জাতিকে বিভক্ত করছে, উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘হাদি নির্বাচনে প্রার্থী ছিলেন, জনগণের দ্বারে গিয়েছিলেন। নির্বাচন হবে, বাংলাদেশে একটি গণতান্ত্রিক জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। হাদির আততায়ীসহ প্রতিটি মব সন্ত্রাসের বিচার নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘স্বৈরাচারী আওয়ামী সরকারের পতনের পর সরকারের প্রধান দায়িত্ব জাতিকে ঐক্যবদ্ধ করে গণতান্ত্রিক, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করা। সকল পক্ষকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানাচ্ছি। সরকারকে অনতিবিলম্বে ব্যবস্থা নিতে হবে।’

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় আততায়ীর গুলিতে আহত হন। পরে ঢাকা ও সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুকে কেন্দ্র করে রাজধানীতে উত্তেজনা বিরাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
বিশ্ব গণমাধ্যমে হাদির মৃত্যুর খবর
১৯ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৪৩:০১

সংবাদ ছবি
আমি শোকাহত, দুঃখিত ও লজ্জিত: উপ-প্রেস সচিব
১৯ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৪২:৫৯


সংবাদ ছবি
ফাঁদে পা দেবেন না: মাহফুজ আলম
১৯ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:২৮:০৯


সংবাদ ছবি
প্রথম আলোর ভবন পরিদর্শন করলেন আইজিপি
১৯ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:০৮:০০





Follow Us