• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই পৌষ ১৪৩২ দুপুর ১২:৫৯:১৭ (19-Dec-2025)
  • - ৩৩° সে:

প্রশাসনের অনুমতি না মেলায়

সিঙ্গাপুরে হাদির জানাজা বাতিল, হতাশ প্রবাসীরা

১৯ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:৫৯:৩২

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির জানাজা বৃহস্পতিবার সকাল ১০টায় সিঙ্গাপুরের মসজিদ আঙ্গুলিয়ায় হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে প্রশাসনের অনুমতি না পাওয়ার কারণে জানাজা বাতিল করা হয়।

Ad

১৯ নভেম্বর শুক্রবার সকাল ৮টা থেকে সিঙ্গাপুরে বিভিন্ন অঞ্চল থেকে প্রবাসীরা মসজিদের সামনে আসা শুরু করে। তাদের প্রত্যাশা ছিল, শেষবারের মতো একবার শহিদ ওসমান হাদিকে তারা দেখতে পাবেন, কিন্তু মন খারাপ করে তাদের ফিরে যেতে হয়েছে।

Ad
Ad

রাকিব হাসান নামে এক প্রবাসী বলেন, শহিদ ওসমান হাদির জানাজা পড়ার জন্য আমি ফজরের নামাজের পরপরই এখানে হাজির হয়েছি। কিন্তু সিঙ্গাপুরের নিরাপত্তাজনিত কারণে আমাদের সেই কাঙ্ক্ষিত আশাটি পূরণ হয়নি। সিঙ্গাপুরে বিভিন্ন সেক্টরে কর্মরত ও কমিউনিটির লোকজন এখানে জড়ো হই, কিন্তু দুর্ভাগ্য আমরা জানাজাটি পড়তে পারিনি। তবে, আমাদের দোয়া থাকবে শহিদ হাদির জন্য।

প্রবাসীরা বলেন, আমরা সিঙ্গাপুর প্রবাসীরা শহিদ হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। তার পরিবার, ইনকিলাব মঞ্চের সহযোদ্ধা-সহকর্মী এবং জুলাই আন্দোলনের সবাইকে সমবেদনা জানাচ্ছি।

এদিকে, হাদির মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে দেশে এসে পৌঁছাবে। পরে শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গভীর রাতে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শুক্রবার সিঙ্গাপুরের স্থানীয় সময় বিকেল ৩টা ৫০ মিনিটে ওসমান হাদির মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করা হবে। ফ্লাইটটি সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

সংগঠনটি জানিয়েছে, বাংলাদেশে ওসমান হাদির দ্বিতীয় জানাজা শনিবার (২০ ডিসেম্বর) বাদ জোহর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে দেশবাসীকে এই জানাজায় শরিক হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।

ওসমান হাদির মৃত্যুতে শনিবার একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেয়া ভাষণে এ কথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার বাদ জুমা দেশের প্রতিটি মসজিদে ওসমান হাদির রূহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হবে বলেও জানান তিনি। এ ছাড়া অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও হবে বিশেষ প্রার্থনা।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনে নির্বাচনি প্রচারণার সময় সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ওসমান হাদি। ঢাকা মেডিকেল ও এভারকেয়ার হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য গত সোমবার (১৫ ডিসেম্বর) তাকে সিঙ্গাপুরে নেয়া হয়েছিল। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
ওসমান হাদির মৃত্যুতে বিসিবি-বাফুফের শোক
১৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৫১:৩১

সংবাদ ছবি
ঢাবির বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা স্থগিত
১৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৪৫:০৮


সংবাদ ছবি
নাটোরে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
১৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৪

সংবাদ ছবি
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
১৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:২৪:০২


সংবাদ ছবি
পাঠকদের উদ্দেশ্যে প্রথম আলোর ঘোষণা
১৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:১৪:০৬




Follow Us