• ঢাকা
  • |
  • শুক্রবার ৫ই পৌষ ১৪৩২ দুপুর ০২:৩৩:০৩ (19-Dec-2025)
  • - ৩৩° সে:

ঝিনাইদহে আওয়ামী লীগের দুই নেতার বাড়িতে ভাংচুর

১৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৫৩:৩৬

সংবাদ ছবি

ঝিনাইদহ প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদীর মৃত্যুর খবর প্রকাশের পর ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দুই  নেতার বাড়িতে ভাংচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। জেলা আওয়ামী লীগের সহ-সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কনক কাান্তি দাস ও সদর পৌর আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মিজানুর রহমান মাসুমের বাড়িতে এ ভাংচুর চালায় বিক্ষুব্ধরা।

Ad

১৮ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গভীর রাতে জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে বিক্ষুব্ধ জনতা। এসময় শহরের শেরে বাংলা সড়কের হামদহ এলাকায় কনক কান্তি দাসের বাড়িতে ভাংচুর চালানো হয়। এক পর্যায়ে বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

Ad
Ad

কনক কান্তি দাসের বাড়িতে অবস্থান করা তার ভাই গোপাল কৃষ্ণ দাস জানান, বৃহস্পতিবার রাত ১২টার দিকে বাড়ির সামনে বিক্ষোভ করতে থাকে বিক্ষুব্ধ শতাধিক লোকজন। এক পর্যায়ে তারা বাড়ির ভিতরে প্রবেশ করে আসবাবপত্রসহ মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে। এ সময় তারা আসবাবপত্র বের করে বাড়ির সামনে অগ্নিসংযোগ করে। অবস্থা বেগতিক দেখে গোপাল কৃষ্ণ দাস পেছনের দরজা দিয়ে বাড়ি থেকে নিরাপদে বেরিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর কিছুক্ষণ পরেই জেলা শহরের নতুন হাটখোলা সড়কের পাশে ঠিকাদার মিজানুর রহমান মাসুমের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। মিজানুর রহমান মাসুম ঝিনাইদহ সদর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

এদিকে হামলা ও ভাংচুরের ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝিনাইদহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, শহরে পুলিশ মোতায়েন করা হয়েছে। বেশ কয়েকটি জায়গায় বিক্ষুব্ধ জনতা মধ্যরাতে মিছিল বের করে। পুলিশ তাদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন সাভাবিক আছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
ওসমান হাদির মৃত্যুতে বিসিবি-বাফুফের শোক
১৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৫১:৩১

সংবাদ ছবি
ঢাবির বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা স্থগিত
১৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৪৫:০৮


সংবাদ ছবি
নাটোরে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার
১৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৩২:১৪

সংবাদ ছবি
চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
১৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:২৪:০২


সংবাদ ছবি
পাঠকদের উদ্দেশ্যে প্রথম আলোর ঘোষণা
১৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:১৪:০৬



Follow Us