• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২রা পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৫:৫৯ (16-Dec-2025)
  • - ৩৩° সে:

চার অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ

১৬ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:২৯:১১

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: সরকার চারটি গুরুত্বপূর্ণ অধিদপ্তরে নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে। একই সঙ্গে একজন অতিরিক্ত সচিবকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে।

Ad

১৫ ডিসেম্বর সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

Ad
Ad

প্রজ্ঞাপন অনুযায়ী, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মো. মাহমুদ হাসান। তিনি এর আগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে বদলির আদেশাধীন ছিলেন। গ্রেড-১ কর্মকর্তা মো. মাহমুদ হাসানকে এ দায়িত্ব দেওয়ার মাধ্যমে তার চাকরি ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এ ছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের হাইড্রোকার্বন ইউনিটের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) এর মহাপরিচালক এ কে এম অলি উল্যা। অপরদিকে পল্লী উন্নয়ন একাডেমির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির এ বি এম মাহবুব আলমকে।

এ কে এম অলি উল্যার চাকরি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে এবং এ বি এম মাহবুব আলমের চাকরি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগে ন্যস্ত করা হয়েছে।

অন্যদিকে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল ফয়েজ মো. আলাউদ্দিন। এ নিয়োগের মাধ্যমে তার চাকরি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

একই প্রজ্ঞাপনে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অতিরিক্ত সচিব এটিএম সিদ্দিকুর রহমানকে গ্রেড-১ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
রিশাদের অভিষেক ম্যাচে জয় পেল হোবার্ট হারিকেন্স
১৬ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪৭:৩৫







সংবাদ ছবি
চার অধিদপ্তরে নতুন মহাপরিচালক নিয়োগ
১৬ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:২৯:১১


Follow Us