• ঢাকা
  • |
  • বুধবার ১৩ই কার্তিক ১৪৩২ ভোর ০৪:১২:০০ (29-Oct-2025)
  • - ৩৩° সে:

ক্রীড়া প্রতিমন্ত্রীর সাথে আজারবাইজানের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

২২ নভেম্বর ২০২৩ সন্ধ্যা ০৭:৩০:৫৩

সংবাদ ছবি

গাজীপুর প্রতিনিধি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেলের সাথে আজারবাইজানের যুব ও ক্রীড়ামন্ত্রী ফরিদ গায়িবভ সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দিন আহমেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বাংলাদেশ জিমনাস্টিক ফেডারেশনের সভাপতি বশির আহমেদ উপস্থিত ছিলেন।

Ad

২২ নভেম্বর বুধবার দুপুরে সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাসেল আহসান আজারবাইজানের যুব ও ক্রীড়া মন্ত্রী ফরিদ গায়িবভকে বাংলাদেশ সফরে আসায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Ad
Ad

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা ভোগ করছে। দেশের এক-তৃতীয়াংশই যুবশক্তি। যাদেরকে দক্ষ জনশক্তি রুপান্তরের লক্ষ্যে সরকার সময়পোযোগী বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করছে। ধর্মীয়, সাংস্কৃতিক, খেলাধুলাসহ অন্যান্য ক্ষেত্রে আজারবাইজানের সাথে বাংলাদেশের নিবিড় সংযোগ রয়েছে।

Ad

এ সময়ে প্রতিমন্ত্রী বন্ধু প্রতীম ২ দেশের বন্ধুত্বকে আরও উচ্চতায় পৌঁছে নিতে ২ দেশের যুবদের মধ্যে দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ, স্বেচ্ছাসেবী কার্যক্রম ও সাংস্কৃতিক কর্মকান্ডকে এগিয়ে নিতে যুব অভিজ্ঞতা বিনিময় কর্মসূচি গ্রহণ করা যেতে পারে বলে প্রস্তাব করেন।

আজারবাইজানের যুব ও ক্রীড়া মন্ত্রী ফরিদ গায়িবভ এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন, আজারবাইজান সরকার যুব ও ক্রীড়ার উন্নয়নে বাংলাদেশের সাথে একযোগে কাজ করতে আন্তরিক ।

তিনি জানান, দাবা ও জিমনাস্টিককে আজারবাইজান দল অত্যন্ত শক্তিশালী। তাদের খেলোয়াড়দের উন্নত অবকাঠামোগত সুবিধাসহ উন্নত প্রশিক্ষন প্রদান করা হয়ে থাকে। বাংলাদেশের সাথে এসকল খেলাসহ অন্যান্য খেলাধুলার উন্নয়নে আজারবাইজান সরকার  ২ দেশের মধ্যে স্বল্প ও দীর্ঘ মেয়াদে অভিজ্ঞ কোচ, অফিসিয়াল ও খেলোয়াড়দের অভিজ্ঞতা বিনিময় ও প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করতে আগ্রহী। যার মধ্যে দিয়ে বন্ধুপ্রতীম ২ দেশই পারস্পরিক অংশীদারত্বের ভিত্তিতে উপকৃত হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










সংবাদ ছবি
এস আলমের ১৪২২ বিঘা জমি জব্দের আদেশ
২৮ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:১৯:১১


Follow Us