• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৮:১৫ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

ইরান-ইসরাইল সংঘাত নিয়ে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

১৯ জুন ২০২৫ সকাল ০৯:১৭:০৭

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: ইরান-ইসরাইল উত্তেজনার মধ্যেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক জরুরি বৈঠকে বসতে যাচ্ছে। শুক্রবার (২০ জুন) নিউইয়র্ক সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় সন্ধ্যা ৮টা) এ বৈঠক অনুষ্ঠিত হবে।

১৯ জুন বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

Ad
Ad

এতে বলা হয়, ইরান এই বৈঠকের অনুরোধ জানায়। দেশটির দাবি, ইসরাইলের ‘বেআইনি হামলায়’ যুক্তরাষ্ট্র সরাসরি জড়িত, এমন প্রমাণ দিন দিন স্পষ্ট হচ্ছে, যা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলছে।

Ad

ইরানের অনুরোধে সমর্থন দিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান এবং আলজেরিয়া। তারা এই আক্রমণের আন্তর্জাতিক প্রতিক্রিয়া জানাতে নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপ কামনা করে।

বিশ্লেষকরা বলছেন, বৈঠকে কোনো সিদ্ধান্ত গৃহীত হবে কিনা তা এখনো অনিশ্চিত। তবে এতে অন্তত কূটনৈতিক স্তরে একটি স্পষ্ট বার্তা যেতে পারে।

এর আগে গত ১৩ জুন শুক্রবার ইরানের বিরুদ্ধে ইসরাইল হামলা চালায়। জবাবে ইরানও ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে পাল্টা জবাব দেয়। এর পর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১১৪৩
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:৩৩











Follow Us