মানিকগঞ্জ প্রতিনিধি: আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে মানিকগঞ্জে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।


জেলা প্রশাসন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, প্রবাসী কল্যাণ সেন্টার, প্রবাসী কল্যাণ ব্যাংক এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, ‘প্রবাসীরা আমাদের দেশের রেমিট্যান্স যোদ্ধা। তাদের অর্জিত বৈদেশিক মুদ্রা দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে। দক্ষতা অর্জন করে নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে পারলে প্রবাসে গিয়ে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যাবে। সরকার প্রবাসীদের কল্যাণে নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে, যার সুফল ইতোমধ্যে দৃশ্যমান।’
তিনি আরও বলেন, ‘প্রবাসে যাওয়ার আগে প্রশিক্ষণ গ্রহণ, সঠিক তথ্য জানা এবং বৈধ পথে অভিবাসন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। জেলা প্রশাসন সবসময় প্রবাসীদের পাশে রয়েছে।’
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মাদ আলী, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক নূর, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলাম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক লিমিয়া আফরোজ রেশমাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা।
আলোচনা সভা শেষে প্রবাসে কর্মরত অবস্থায় উল্লেখযোগ্য রেমিট্যান্স প্রেরণ ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখায় দুজন রেমিট্যান্স যোদ্ধাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available