• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩২ রাত ০১:০৪:১১ (27-Oct-2025)
  • - ৩৩° সে:

এখন থেকে সপ্তাহে সাত দিনই খোলা থাকবে পবিপ্রবির লাইব্রেরি

৮ সেপ্টেম্বর ২০২৩ সকাল ০৯:২২:০৭

সংবাদ ছবি

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পবিপ্রবি) কেন্দ্রীয় লাইব্রেরি এখন থেকে সপ্তাহের সাতদিনই খোলা রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতদিন সপ্তাহে ৪ দিন খোলা থাকতো লাইব্রেরি। শুক্রবার এবং শনিবার ছাড়াও মঙ্গলবার অনলাইন ক্লাসের দোহাই দিয়ে এতদিন বন্ধ রাখা হতো লাইব্রেরি। যার কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় ক্ষতি হচ্ছিল। এ নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছিলো সাধারণ শিক্ষার্থীদের মধ্যে।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী অভিযোগের সুরে বলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সপ্তাহে ৭ দিন খোলা থাকলেও, সেটা আমাদের বিশ্ববিদ্যালয়ে হচ্ছে না। তাছাড়া অন্যান্য বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সকাল ৮টা থেকে রাত ৯টা-১০টা পর্যন্ত খোলা থাকে, সেক্ষেত্রে আমাদের লাইব্রেরি বিকাল ৫টায় বন্ধ হয়ে যায়, যা শিক্ষার্থীদের জ্ঞান চর্চার ক্ষেত্রে অন্যতম অন্তরায় বলে মনে করেন তিনি।

Ad
Ad

এ সমস্যা নিরসনের জন্য বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মারসিফুল আলম রিমন ২০ জন শিক্ষার্থীর স্বাক্ষর সংযুক্ত একটি আবেদন গ্রন্থাগারিক বরাবর প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের ভিসির পক্ষে রেজিস্ট্রার (অ.দা.) প্রফেসর ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক অফিস আদেশে ছুটির দিনসমূহে শিফটিং ডিউটির মাধ্যমে কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠকক্ষ খোলা রাখার আদেশ দেন। 

Ad
Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ
২৬ অক্টোবর ২০২৫ রাত ০৮:২১:০৫




সংবাদ ছবি
মেলায় যেতে না দেওয়ায় তরুণীর আত্মহত্যা!
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১১৪৩
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:৩৩




Follow Us