• ঢাকা
  • |
  • সোমবার ১২ই কার্তিক ১৪৩২ বিকাল ০৩:৫১:৩৭ (27-Oct-2025)
  • - ৩৩° সে:

ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের সকল ফার্মেসি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

২৭ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৪৩:৪৫

সংবাদ ছবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজ মার্কেটে বরাদ্দকৃত বৈধ বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ করার সিদ্ধান্তের প্রতিবাদে শহরের সকল ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতি।

শহরের সহস্রাধিক ওষুধের দোকান বন্ধ থাকায় রোগী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতি পৌর শাখার সভাপতি নূরে আলম সিদ্দিকী জানান, ১৯৮৩ সাল থেকে ব্রাহ্মণবাড়িয়া মহিলা কলেজ মার্কেটে ১৪টি দোকান বৈধভাবে ভাড়া নেওয়া হয়েছে। ব্যবসায়ীরা নিয়মিত ভাড়া প্রদান করে আসছে। তবে সম্প্রতি কলেজ কর্তৃপক্ষ এসব দোকানকে অবৈধ ঘোষণা করে জোরপূর্বক উচ্ছেদের চেষ্টা করছে।

Ad
Ad

তিনি আরও বলেন, দোকান স্থানান্তরের জন্য ব্যবসায়ীরা পূর্বে চুক্তিনামামূলে ছয় মাস সময় চেয়েছিলেন, কিন্তু তা আমলে নেয়া হচ্ছে না। তাই অবিলম্বে উচ্ছেদ অভিযান বন্ধ ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ন্যায়সঙ্গত সমাধান দাবি করছি। সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

Ad

অপরদিকে, চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা জানান, ডাক্তার দেখানোর পর ওষুধ কেনার জন্য ফার্মেসীতে গেলে দেখতে পান সব দোকান বন্ধ। ফলে বাইরে থেকে ওষুধ সংগ্রহ করতে হচ্ছে। তারা দ্রুত সমস্যার সমাধান কামনা করেছেন।

এদিকে, কলেজের সামনের অবৈধ দোকান উচ্ছেদ করে নতুন গেট নির্মাণের দাবিতে কয়েক দিন ধরে শিক্ষার্থীরাও বিক্ষোভ কর্মসূচি চালাচ্ছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বদলি
২৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:৪৯:০৪




সংবাদ ছবি
এনসিপিকে শাপলা দেওয়ার সুযোগ নেই : ইসি সচিব
২৭ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:১০:৫০







Follow Us