অনলাইন ডেস্ক: ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান। অভিযোগ করে বলেন, বদনাম দেয়া হয়, তার দল ক্ষমতায় গেলে নারীদের ঘরে তালা দিয়ে রাখবে। কিন্তু এতো তালা কেনার টাকা কোথায়?
যুক্তরাষ্ট্র সফররত জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানকে নাগরিক সংবর্ধনা দেয়া হয় নিউইয়র্কে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কোয়ালিশন অব বাংলাদেশী আমেরিকানের উদ্যোগে এই আয়োজন করা হয়।


সেখানে জামায়াতে আমির বলেন, মায়েরা সন্তান জন্ম দিচ্ছেন আবার সেই সন্তানকে দুধ দিয়ে লালন করছেন। আবার একই সঙ্গে তিনি একজন পেশাজীবীর দায়িত্ব পালন করছেন।

নারী ও পুরুষের উভয়ের ৮ কর্মঘণ্টা নারীদের প্রতি অবিচার উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে দেয়া হবে।
বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান রায় দেখতে চায় বাংলাদেশের মানুষ। এমন মন্তব্যও করেন জামায়াতে আমির। ভাষণে তিনি বলেন, পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক তাদেরকে সেই রায়গুলোর ন্যায়ভিত্তিক সমাপ্তি টানতে হবে। এর পাশাপাশি ক্ষমতায় গেলে দেশে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা হবে বলে জানান জামায়াতের আমীর।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available