• ঢাকা
  • |
  • রবিবার ১১ই কার্তিক ১৪৩২ সকাল ১১:৩৮:৫৪ (26-Oct-2025)
  • - ৩৩° সে:

দেশকে এগিয়ে নিতে নারীদের বেশি প্রয়োজন: ব্যারিস্টার পুতুল

২৬ অক্টোবর ২০২৫ সকাল ০৯:১১:৩৮

সংবাদ ছবি

লালপুর (নাটোর) প্রতিনিধি: নারীর দীপ্ত পথ চলায় পথ খুঁজে পাবে বাংলাদেশ, হাতে হাত রেখে শপথ করি, নতুন বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্য সামনে রেখে  লালপুরে নারীর জাগরণ মঞ্চে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় মিডিয়া সেলের অন্যতম সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

২৫ অক্টোবর শনিবার বিকেলে উপজেলার লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে নারীর জাগরণ মঞ্চ ব্যানারে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Ad
Ad

তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ভাই, আপনি দেখে যান; ভাইয়া, আপনি লালপুরকে দেখে যান, যে দেশে ৫০ শতাংশ নারী ভোটার, সে দেশকে এগিয়ে নিয়ে যেতে নারীদের প্রয়োজন সব থেকে বেশি। এখানে হাজার হাজার নারী একত্রিত হয়ে আপনাকে জানান দিচ্ছে, আপনার ৩১ দফার বাংলাদেশ গড়ার জন্য তারা প্রস্তুত হয়ে আছে।

Ad

তিনি আরও বলেন, প্রতিটি ধর্মে নারীদের অত্যন্ত মর্যাদার জায়গায় রাখা হয়েছে। সেই নারীরা এখানে উপস্থিত হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত নারীরা নিরলস পরিশ্রম করেও তারা নায্য সম্মানটুকু পান না। নারীরা যেমন সংসার সমাজ ও দেশ গড়তে পারে, তেমনি ধ্বংস করতেও পারে। বাংলাদেশের নেত্রী খালেদা জিয়া যেমন সংসার, সমাজ ও দেশ গড়েছেন, ঠিক তেমনি আরেক নারী শেখ হাসিনা ধ্বংস করেছেন।

তিনি বলেন, বিএনপি নারীদের ক্ষমতায়নের জন্য ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড ও কৃষক কার্ড দেবে, যা বাংলাদেশের চেহারা বদলে দেবে। সেই ফ্যামিলি কার্ড দিয়ে একজন নারী তার পরিবারের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে পারবে। যা নারীর আত্মমর্যাদাকে বৃদ্ধি করবে। এসব কার্ডের মাধ্যমে কৃষকরা ফসলের ন্যায্যমূল্য ও ব্যাংক লোন নিতে পারবে। স্বাস্থ্য কার্ড দিয়ে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পাওয়া যাবে। যোগ্যদের জন্য চাকরির ব্যবস্থা করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
ঝিনাইদহে আলেমদের সঙ্গে বিএনপির মতবিনিময়
২৬ অক্টোবর ২০২৫ সকাল ১১:১৭:১৪


সংবাদ ছবি
সত্যের পথে বিএনপি অটল : ফয়জী
২৬ অক্টোবর ২০২৫ সকাল ১১:০৭:৩৬





সংবাদ ছবি
সেনবাগে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ
২৬ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৩৮:৩২


Follow Us