• ঢাকা
  • |
  • সোমবার ১১ই কার্তিক ১৪৩২ রাত ১২:৪৫:০৯ (27-Oct-2025)
  • - ৩৩° সে:

সাবেক মেয়র রাফিকা জাহানের দুর্নীতির সত্যতা মিলেছে

২৮ সেপ্টেম্বর ২০২৪ দুপুর ১২:০৩:৩৩

সংবাদ ছবি

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আকতার জাহান বেবির বিরুদ্ধে পৌর কর, টোল ও এলআর ফান্ডের কয়েক কোটি টাকা আত্মসাৎ, স্বজনপ্রীতির মাধ্যমে মাস্টার রোলে অতিরিক্ত কর্মচারী নিয়োগ, বিভিন্ন প্রকল্পে লুটপাটসহ নানা ধরনের দুর্নীতি অনিয়মের সত্যতা মিলেছে ।

রংপুর বিভাগীয় কমিশনার পৌর কার্যালয় পরিদর্শন করে এসব অনিয়ম ও দুর্নীতির প্রমাণ পেয়েছেন। ৩০ জুন বিভাগীয় কমিশনার কার্যালয় প্রকাশিত পরিদর্শন প্রতিবেদন সূত্রে পৌর মেয়রের এসব দুর্নীতি ও অনিয়মের তথ্য জানিয়েছেন। পৌর মেয়র রাফিকা আকতার সৈয়দপুর পৌর মহিলালীগের সাধারণ সম্পাদক ও সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত আখতার হোসেন বাদলের স্ত্রী।

Ad
Ad

প্রকাশিত ওই প্রতিবেদন সূত্রে জানা যায়, গোপন অভিযোগের ভিত্তিতে চলতি বছরের ৩০ মে রংপুর বিভাগীয় কমিশনার মো. জাকির হোসেন সৈয়দপুর পৌরসভা পরিদর্শন করেন। পৌর মেয়র, কাউন্সিলর, পৌর কর্মচারীদের সাথে কথা বলেন তিনি। এছাড়া বিভিন্ন রেজিস্ট্রার খাতা পর্যবেক্ষণ করেন। এতে করে পৌর মেয়রের অনিয়ম ও দুর্নীতির চিত্র ধরা পড়ে। পৌরসভায় মোট মঞ্জুরির ১৫৮ পদের বিপরীতে কর্মরত রয়েছে মাত্র ২৯ জন। অর্থাৎ ১২৯টি পদ শূন্য থাকলেও তা পূরণে ব্যবস্থা গ্রহণ না করে ৫০০ জনকে মাস্টার রোলের মাধ্যমে নিয়োগ দেন। নিয়মিত পৌরকর আদায় করলেও তা রেজিস্টারে লিপিবদ্ধ করা হয় না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Ad

অন্যদিকে ২০২৩ সালের জুলাই মাসের পর থেকে টোল আদায় রেজিস্টারে কোন হিসেব রাখা হয়নি। মেয়র টোলের কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া এল আর ফান্ডের কোটি টাকা ব্যাংক হিসেবে জমা না দিয়ে তা আত্মসাৎ করা হয়েছে বলে প্রতিবেদনে ওঠে এসেছে। এসব ছাড়াও মেয়রের বিরুদ্ধে আরও বেশ কিছু অনিয়ম ও দুর্নীতির কথা উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

এ প্রসঙ্গে সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র রাফিকা আকতার জাহানকে বারবার চেষ্টা করেও যোগাযোগ না হওয়ায় তার মন্তব্য পাওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে পৌরসভার অন্যান্য কর্মকর্তাও কোনো মন্তব্য করতে রাজি হননি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
বাগাতিপাড়ায় বড়াল নদীতে অবৈধ বাঁধ উচ্ছেদ
২৬ অক্টোবর ২০২৫ রাত ০৮:২১:০৫




সংবাদ ছবি
মেলায় যেতে না দেওয়ায় তরুণীর আত্মহত্যা!
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৪

সংবাদ ছবি
ডেঙ্গুতে একদিনে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ১১৪৩
২৬ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:৩০:৩৩




Follow Us