• ঢাকা
  • |
  • সোমবার ১লা পৌষ ১৪৩২ রাত ১০:৫০:২০ (15-Dec-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

প্রবাসী স্বামীকে গলা টিপে হত্যা, পরকীয়া প্রেমিকসহ স্ত্রী আটক

বামনা (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বামনায় পরকীয়ার জের ধরে স্বামীকে গলা টিপে হত্যা করেছেন স্ত্রী ও তার পরকীয়া প্রেমিক। এ ঘটনায় নিহতের স্ত্রী নাজমা বেগম (৩৫) ও পরকীয়া প্রেমিক আল আমিনকে ( ৩০) গ্রেফতার করেছে পুলিশ।১৪ ডিসেম্বর রোববার রাতে তাদের গ্রেফতার করা হয়। নিহত আব্দুল জলিল (৪৫) বরগুনা জেলার বামনা উপজেলার রামনা ইউনিয়নের ঘোপখালী গ্রামের বাসিন্দা।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী আব্দুল জলিল ৫ সন্তানের পিতা। আবদুল জলিল গত ১৫ দিন আগে সৌদি আরব থেকে বাড়িতে আসেন। এদিকে একই এলাকার আবু খতিবের ছেলে আল আমিন গৃহকর্মী হিসেবে আব্দুল জলিলের বাড়িতে ৫ বছর ধরে কাজ করতেন। স্বামী প্রবাসে থাকার সুবাদে স্ত্রী নাজমা তার গৃহকর্মী আল আমিনের সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এ ঘটনা স্বামী জানতে পারলে স্ত্রী ও পরকীয়া প্রেমিক ১৪ ডিসেম্বর রোববার দুপুরে তাকে অচেতন করে গলা টিপে হত্যা করে। এ বিষয়টি স্থানীয়রা জানতে পেরে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।  জিজ্ঞাসাবাদে আটকরা হত্যার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে বামনা থানা পুলিশ।এ বিষয়ে বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে স্ত্রী নাজমা ও পরকীয়া প্রেমিক আল আমিনকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্ত ও স্বীকারোক্তিতে হত্যার দায় তারা স্বীকার করেছে। মামলার প্রস্তুতি চলছে।